ঢাকা সোমবার, ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫খ্রিষ্টাব্দ ০৪ই ফাল্গুন, ১৪৩২বঙ্গাব্দ ১৮ই শাবান, ১৪৪৬হিজরী
সোমবার, ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫ইং ০৪ই ফাল্গুন, ১৪৩২বাং

মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ ইন্তেকাল করেছেন


মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগ ইন্তেকাল করেছেন

মক্কা ও মদিনার পবিত্র মসজিদে হাজিদের জন্য অত্যন্ত পরিচিত গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তার জীবনকে আল্লাহর ঘরে আগত মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তার ইন্তেকাল ঘটে। তার মৃত্যুতে হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে। শেখ আল-দাব্বাগ হাজিদের ও ইবাদতকারীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এবং নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন।

শেখ আল-দাব্বাগ পবিত্র মসজিদে হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ এবং অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন। কাবার চারপাশের তাওয়াফ এলাকার মধ্যে কিংবা সাফা-মারওয়ার পথে, তার উপস্থিতি ছিল শান্তির প্রতীক। তিনি হাজিদের ইহরামের সঠিক অবস্থান নিশ্চিত করতে, হজ ও ওমরাহ পালনের আদবসমূহ শেখাতে এবং সুন্নাহর অনুসরণে ইবাদত সম্পাদনে উৎসাহিত করতেন।

আরও পড়ুন: মক্কার কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী নৌবাহিনীর দুই সদস্য দেশে ফিরলেন

তার অনেক প্রস্তাব হারাম শরিফ কর্তৃপক্ষ গ্রহণ করেছে, যেমন হারামের প্রবেশপথে জুতা রাখার জন্য ব্যাগের ব্যবস্থা। শেখ আল-দাব্বাগ ছিলেন বিনয়, উদারতা এবং ধর্মপরায়ণতার মূর্ত প্রতীক। তার সাদা-সিধে জীবনযাপন এবং আল্লাহর ইবাদতে গভীর মনোযোগ তাকে ‘জাহেদ শেখ’ নামে পরিচিত করেছিল। জ্ঞান ও প্রজ্ঞার পাশাপাশি, তিনি তার অহংকারহীন জীবনযাত্রার জন্য অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।

শেখ মোস্তফা আল-দাব্বাগের মৃত্যুতে বৃহত্তর মুসলিম উম্মাহ গভীর শোকাহত। তার অনবদ্য সেবাগুলো ইসলামের প্রতি তার নিবেদিতপ্রাণতার উজ্জ্বল সাক্ষ্য। বিশ্বের শতাধিক দেশের লাখো মুসলিম তাকে চিনতেন এবং তার সঙ্গে তাদের হৃদ্যতার কথা জানতেন।

আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন এবং তার সৎকর্মগুলো কবুল করুন। আল্লাহ যেন তার ত্রুটিগুলো ক্ষমা করেন এবং মক্কা ও মদিনার হাজিদের সেবার জন্য তাকে উত্তম পুরস্কারে ভূষিত করেন। আমিন।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমার সমাপ্তি আখেরি মোনাজাতের মাধ্যমে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেলেন কর্নওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

১০:৫২ এম


ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেলেন কর্নওয়াল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৩-এ সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল ইনজুরির কারণে আগেভাগেই টুর্নামেন্ট ত্যাগ করতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার, ১৪ জানুয়ারি, সিলেট ফ্র্যাঞ্চাইজিটি কর্নওয়ালের বিপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

রাহকিম কর্নওয়াল এবারের বিপিএলে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়েছিলেন। যদিও তিনি সময়মত টুর্নামেন্টে যোগদান করেছিলেন, তবে ইনজুরির কারণে তিনি বেশ কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি। প্রথম ম্যাচে অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও তাকে একাদশে রাখা হয়নি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে তিনি ব্যাট হাতে ১৮ রান সংগ্রহ করেন এবং বোলিংয়ে ১ উইকেট লাভ করেন। তবে ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাটিংয়ে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। খুলনার বিপক্ষে তার নিষ্প্রভ পারফরম্যান্সের পর তিনি একাদশ থেকে বাদ পড়েন।

সিলেটের ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে কর্নওয়াল বাংলাদেশকে বিদায় জানান। ভিডিওতে উল্লেখ করা হয়, 'ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।'

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের দলে উল্লেখযোগ্য কোনো বড় নাম নেই। পল স্টার্লিং, জর্জ মানসি এবং রিস টপলির মতো খেলোয়াড়রা থাকলেও কর্নওয়ালের বিদায় দলটির জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ স্থাপনার নাম পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

১০:৫৫ এম


শিক্ষার্থীদের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ স্থাপনার নাম পরিবর্তন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা সম্প্রতি দুটি ছাত্রাবাস এবং একটি গ্রন্থাগারের নাম পরিবর্তন করেছেন। তবে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ওই হলের নিবাসী শিক্ষার্থীদের একটি অংশ।

শিক্ষার্থীদের অভিযোগ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তনের প্রক্রিয়ায় তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। তারা জানান, ওই হলের শিক্ষার্থীরা তিনটি নাম প্রস্তাব করেছিলেন এবং নাম পরিবর্তনের বিষয়ে নিজেদের মধ্যে মতামত জরিপ করার চেষ্টা করলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। এর মধ্যেই একটি পক্ষ হঠাৎ করে নাম পরিবর্তন করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেছেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো হলের নাম পরিবর্তন করা হয়নি। তবে শিক্ষার্থীরা দুটি ছাত্রাবাস এবং গ্রন্থাগারের নাম পরিবর্তন করে নতুন ব্যানার স্থাপন করেছেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়েছে, যা বিক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মনিরুল ইসলাম আরও বলেন, "আমরা শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য আশ্বস্ত করেছি এবং তাদের প্রস্তাবনাগুলি গ্রহণ করেছি। সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"

এদিকে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এর পর ২ ডিসেম্বর হলের নাম পরিবর্তন বিষয়ক একটি কমিটি গঠন করা হয়, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭০ শতাংশ মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনে চলছে ট্রেন, দুর্ঘটনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

১১:০০ এম


৭০ শতাংশ মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনে চলছে ট্রেন, দুর্ঘটনা বাড়ছে

বাংলাদেশ রেলওয়ে বর্তমানে চরম ইঞ্জিন সংকটে ভুগছে। স্বাধীনতার সময় রেলবহরে ৪৮৬টি ইঞ্জিন বিদ্যমান ছিল, কিন্তু বর্তমানে মাত্র ২৬৩টি ইঞ্জিন কার্যকর রয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ ইঞ্জিনই মেয়াদোত্তীর্ণ, যা প্রতিবছর দুর্ঘটনার সংখ্যা বাড়াতে সহায়তা করছে। রেলকর্মীরা সতর্ক করেছেন যে, যদি দ্রুত নতুন ইঞ্জিন সংগ্রহ করা না হয়, তাহলে আগামী দুই বছরের মধ্যে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন বন্ধ হয়ে যেতে পারে। এ বছরেই রেলওয়ে কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে অন্তত ৩০টি নতুন ইঞ্জিন সংগ্রহ করার।

রেলের ইঞ্জিনের বর্তমান অবস্থার কারণে অনিরাপদ চালকদের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ১৯৮০ সালের শুরুতে জাপান থেকে কেনা ২৫০০ সিরিজের ১৮টি ইঞ্জিনের মধ্যে দেড় যুগ আগে মেয়াদ শেষ হলেও ১০ থেকে ১২টি ইঞ্জিন এখনও সেবা প্রদান করছে।

ইঞ্জিনের অবস্থা খারাপ হওয়ায়, চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে সামান্য জি আই তার দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর ভেতরের অবস্থা আরও ভয়াবহ; অকেজো ইঞ্জিনটির তিনটি ব্রেকের দুটিই নষ্ট, এবং কোনো ইলেকট্রিক ডিভাইস কাজ করছে না। চালকরা জানান, এসব ইঞ্জিনে কাজ করতে গিয়ে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটি চালক বলেন, "আমাদের অনেক সমস্যা নিয়ে কাজ করতে হয়। জিপিএস সিস্টেম যেগুলো আছে সেগুলোও কাজ করে না। জানালার কাঁচগুলো ঘোলা হয়ে গেছে। সহজে গাড়ি দাঁড় করানো যায় না। গাড়ির ব্রেক সঠিকভাবে কাজ করে না অনেক সময়। গতিও কম হয়।"

অন্য এক চালক বলেন, "এভাবে ট্রেন গাড়ি চালানো তো ঝুঁকিপূর্ণ বটেই। তারপরও কাজ চালিয়ে নিতে হচ্ছে কারণ ইঞ্জিন তো নাই।" কমলাপুর লোকোশেডের এক মেকানিক জানান, রেলবহরে পাকিস্তান আমলের ইঞ্জিনও রয়েছে, যেগুলোর বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে বহু আগে। বর্তমানে এসব ইঞ্জিনের জন্য মেরামতের যন্ত্রাংশও পাওয়া যায় না।

লোকোশেডের অপর এক মেকানিক বলেন, "এ কারখানায় ৫০ থেকে ৬০ বছর আগের ইঞ্জিনও আছে। অনেক গাড়ির বর্তমানে যে কাজ করা হচ্ছে, তা ওই পুরনো গাড়ির যন্ত্রপাতি খুলে নিয়ে কাজ করা হচ্ছে। এভাবে প্রতিনিয়ত মেরামত করে কাজ চালিয়ে নেয়া হচ্ছে।"

ইঞ্জিন সংকটের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। রেলকর্মীরা জানান, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের কারণে দুর্ঘটনা বাড়ছে এবং গতিও কমছে। তারা আশঙ্কা করছেন যে, যদি দ্রুত নতুন ইঞ্জিন সংগ্রহ করা না যায়, তাহলে পূর্বাঞ্চলের অনেক ট্রেন আগামী দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে।

কমলাপুর লোকোশেডের প্রধান সহকারী ওমর ফারুক বলেন, "আগামী দুই বছরের মধ্যে যদি ব্রডগেজে গিয়ে যাওয়া যায়, আবার মূল বহরে যদি ইঞ্জিন সংযুক্ত করতে না পারা যায় তাহলে পূর্বাঞ্চলের অনেকগুলো ট্রেন বন্ধ করে দিতে হবে।"

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, এবছর রেলবহরে ৩০টি মিটারগেজ ইঞ্জিন কেনার প্রক্রিয়া চলছে, যা কোরিয়ার ফান্ডে রয়েছে। এছাড়াও আরও কিছু ইঞ্জিন কেনার পরিকল্পনা রয়েছে। গত ১৫ বছরে রেলের উন্নয়নে দেড় লাখ কোটি টাকা খরচ হলেও ইঞ্জিন সংকট কাটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসক ও লেখক শুভাগত চৌধুরী আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

১১:০৫ এম


চিকিৎসক ও লেখক শুভাগত চৌধুরী আর নেই

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক ও চিকিৎসক অধ্যাপক শুভাগত চৌধুরী আজ সকালে মৃত্যুবরণ করেছেন। বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সদ্য প্রয়াত শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী গণমাধ্যমকে জানান, শুভাগত চৌধুরী ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি হঠাৎ করে অচেতন হয়ে পড়লে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুভাগত চৌধুরীর দুই মেয়ে বিদেশে অবস্থান করছেন। তারা দেশে ফিরে আসার পরই শেষকৃত্য সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত, তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

অধ্যাপক শুভাগত চৌধুরী ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শিক্ষাজীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি কলকাতার শান্তিনিকেতনেও কিছু সময় পড়াশোনা করেন। চিকিৎসা বিষয়ে আগ্রহী হয়ে তিনি চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এবং পরে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করেন।

শুভাগত চৌধুরী চিকিৎসাবিজ্ঞানে অসংখ্য গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ রচনা করেছেন। তার গবেষণার মূল বিষয় ছিল প্রাণরসায়ন, পুষ্টি এবং চিকিৎসা-শিক্ষা পদ্ধতি।

বিজ্ঞান, কল্পবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই শাবান, ১৪৪৬হিঃ
ফজর ০৫:১৪
জোহর ১২:১৩
আসর ০৪:১৮
মাগরিব ০৫:৫৫
ইশা ০৭:০৭
সূর্যোদয় : ০৬:৩০ সূর্যাস্ত : ০৫:৫৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%