ঢাকা সোমবার, ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫খ্রিষ্টাব্দ ০৪ই ফাল্গুন, ১৪৩২বঙ্গাব্দ ১৮ই শাবান, ১৪৪৬হিজরী
সোমবার, ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫ইং ০৪ই ফাল্গুন, ১৪৩২বাং

সাগরে নামলো ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ


সাগরে নামলো ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ

ইরান একটি অত্যাধুনিক গোয়েন্দা বা গুপ্তচর জাহাজ তৈরি করেছে, যা বুধবার (১৫ জানুয়ারি) এক সামরিক মহড়ার সময় সাগরে নামানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এই তথ্য জানিয়েছে। সামরিক ক্ষেত্রে একের পর এক চমক প্রদর্শনের ধারাবাহিকতায় তেহরান এবার নজরদারি জাহাজটি সামনে এনেছে।

নতুন এই জাহাজটি একটি আধুনিক নৌযান, যা সম্পূর্ণরূপে ইরানের নৌবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমুদ্র শিল্প এবং প্রকৌশল কোম্পানির বিশেষজ্ঞদের দ্বারা নির্মিত হয়েছে। জাহাজটির নামকরণ করা হয়েছে ‘জাগরোস’ হিসেবে।

ইরানের সামরিক বাহিনী বর্তমানে দেশের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষার লক্ষ্যে দেশব্যাপী সামরিক মহড়া পরিচালনা করছে। এই মহড়ার অংশ হিসেবে বুধবার নজরদারি জাহাজটি উন্মোচন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে উল্লেখ করা হয়েছে যে, ‘দেশের প্রথম গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ অভিযানে যুক্ত করা হয়েছে।’

আরও পড়ুন: স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা আমাদের জন্য দুঃখজনক: ফারুকী

এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগরোস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি। উদ্বোধনের পর তিনি বলেন, জাগরোস হবে ‘সমুদ্র ও মহাসাগরের গভীরে ইরানি নৌবাহিনীর সতর্ক দৃষ্টি’। তিনি আরও উল্লেখ করেন যে, এই জাহাজে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

গাজা সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইল ও ইরানের মধ্যে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ইরান সমর্থিত সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন ঘটেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে সচেষ্ট রয়েছে। এরই অংশ হিসেবে গত মাসে একটি ড্রোনবাহী রণতরী উদ্বোধন করে তেহরান। এরপর গত সপ্তাহেই (১০ জানুয়ারি) একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে দেশটি, যার ভিডিও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ভাষা দিবস জাতীয় বিতর্কে চ্যাম্পিয়নের শিরোপা জিতলো অস্টডিসি কালপুরুষ

এছাড়া, চলতি সপ্তাহেই (১৩ জানুয়ারি) ইরানের সামরিক বাহিনীর বহরে নতুন করে আরও এক হাজার ড্রোন যুক্ত করা হয়েছে। এই ড্রোনগুলো মূলত দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে এবং এগুলো দুই হাজার কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাডার ফাঁকি দেয়ার ক্ষমতাসম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে উড়তে পারে এবং দিকবদলও করতে সক্ষম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদপানে তরুণীর সঙ্গে নাচ, দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

০৭:০৪ পি.এম


মদপানে তরুণীর সঙ্গে নাচ, দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

মাদারীপুরের রাজৈর থানার দুই উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সম্প্রতি একটি জন্মদিনের অনুষ্ঠানে মদপান করে এক তরুণীর সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন এএসআই মো. হাদিবুর রহমান এবং স্বপন অধিকারী। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর পুলিশ প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বুধবার বিকেলে নিশ্চিত করেন যে, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, পুলিশের নিয়মনীতি ভঙ্গ করার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, রাজৈর থানার এই দুই এএসআই সম্প্রতি কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তারা মদপান করে এক তরুণীর সঙ্গে নৃত্যে অংশ নেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত দুই পুলিশ সদস্য নিজেদের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। তারা বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অযৌক্তিক।

পুলিশ সুপার আরও জানান, এই ধরনের আচরণ পুলিশের শৃঙ্খলার পরিপন্থী এবং এটি পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করে। তাই এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলে ৩ মাসের সন্তান নিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নিলেন হলিউড অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

০৭:০৫ পি.এম


দাবানলে ৩ মাসের সন্তান নিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নিলেন হলিউড অভিনেত্রী

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ফলে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে। বর্তমানে অঙ্গরাজ্যটিতে ১২৪টি ছোট-বড় দাবানল সক্রিয় রয়েছে, যা বহু মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে।

এই দাবানলের ফলে সাধারণ মানুষের পাশাপাশি হলিউডের অনেক তারকাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী ও গায়িকা ম্যান্ডি মুর, যিনি বর্তমানে তার তিন মাসের কন্যাসন্তান লুকে নিয়ে বান্ধবী হিলারি ডাফের বাসায় আশ্রয় নিয়েছেন। হিলারি ডাফ, যিনি নিজেও একজন গায়িকা, ম্যান্ডি মুরের জন্য তার বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন।

ম্যান্ডি মুর ও তার স্বামী টেইলর গোল্ডস্মিথ আলতাদেনার বাসিন্দা। তারা তিন সন্তানের বাবা-মা, যার মধ্যে মাত্র তিন মাস আগে জন্মগ্রহণ করেছে তাদের ফুটফুটে কন্যাসন্তান, যার নাম লুইস এভারেট। তাদের অন্য দুই সন্তান হলেন আগস্ট গাস হ্যারিসন, যিনি তিন বছর বয়সী এবং অস্কার ওজি বেনেট, যিনি দুই বছর বয়সী।

টেইলরের ছোট ভাই গ্রিফিন গোল্ডস্মিথ, যিনি নিজেও দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তিনি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান, বিপদের সময় হিলারি ডাফ ও তার স্বামী ম্যাথিউ কোমা কিভাবে উদারভাবে সাহায্য করেছেন। গ্রিফিন উল্লেখ করেন, ‘আমার প্রিয় বন্ধুরা আমাদের জন্য একটি ‘গোফান্ডমি’ ব্যবস্থা করা বুদ্ধিমানের কাজ বলে মনে করেছে, যাতে সবকিছু এগিয়ে যেতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘না বললেই নয় যে বর্তমানে তারা আমার ভাইয়ের পরিবারকে আশ্রয় দিয়েছে। প্রথম থেকেই তারা আমার পুরো পরিবারের দেখাশোনা করছে।’ গ্রিফিন বলেন, ‘আমি কখনোই তাদের যথাযথভাবে ধন্যবাদ জানাতে পারব না। যেকোনো মানুষ অন্যের জন্য তা করতে পারে, এটাই সবচেয়ে হৃদয়বান কাজ। তারা আমাদের পরিচিত সবচেয়ে সুন্দর, নিঃস্বার্থ মানুষ।’

এদিকে, দাবানল নেভানোর কাজে ক্যালিফোর্নিয়ার আশপাশের সাতটি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে এসেছেন। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোও।

এভাবে, দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং হলিউডের তারকারা একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার আপডেট করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

০৭:০৭ পি.এম


ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার আপডেট করা হয়েছে

ভূমি মন্ত্রণালয় কর্তৃক জনগণের জন্য ভূমিসেবা কার্যক্রমকে শতভাগ জনবান্ধব করার উদ্দেশ্যে অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। এই তথ্যটি বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, উন্নত ও সমন্বিত ভূমিসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি খতিয়ান এবং ম্যাপ সিস্টেমের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইন সেবা বন্ধ রাখা হয়েছিল। ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার সময় ভূমিসেবা সমন্বিতভাবে পুনরায় চালু করা হয়।

সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটাসমূহ এবং মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত ও বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করেছে।

সফটওয়্যার হালনাগাদ করার ফলে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে নাগরিকরা মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা, খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মতো ভূমিসেবা সহজেই গ্রহণ করতে সক্ষম হবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (তথ্য ও গণসংযোগ) মোহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, ‘জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতের লক্ষ্যে সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমবে।’

তিনি আরও বলেন, ‘ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা কার্যক্রমের মনিটরিং জোরদার করেছে। সমন্বিত ব্যবস্থা গ্রহণের ফলে ভূমি সেবা সিস্টেমসমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পদে নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

০৭:০৮ পি.এম


মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পদে নিয়োগ

মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কল্যাণ সহকারী পদে ২ জন এবং ড্রাইভার কাম-মেসেঞ্জার পদে ১ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জানুয়ারি। আবেদনকারীরা স্বশরীরে উপস্থিত হয়ে অথবা বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ইমেইল, [email protected] এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

কল্যাণ সহকারী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো:

১. যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন।

২. ইংরেজি এবং মালয় উভয় ভাষায় পারদর্শিতা।

৩. কম্পিউটার লিটারেসি, বিশেষ করে এমএস অফিসের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা।

৪. একটি দলের সঙ্গে কাজ করার সক্ষমতা এবং চাপের পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা।

৫. সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৬. বয়সসীমা: ২০-৪৫ বছর।

ড্রাইভার কাম-মেসেঞ্জার পদে আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন তা হলো:

১. যেকোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি।

২. বৈধ মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্সসহ ড্রাইভিং দক্ষতা।

৩. মালয় এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষতা।

৪. বৈধ ভিসা।

৫. বয়সসীমা: ২০-৪৫ বছর।

৬. সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনপত্রের কপি, জীবনবৃত্তান্ত, একাডেমিক সার্টিফিকেট, ড্রাইভার পদের জন্য বৈধ মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), এনআইডি/পাসপোর্টের কপি, ভিসার কপি এবং পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী ২৮ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো:

হেড অব চ্যান্সারি,

বাংলাদেশ হাইকমিশন,

কুয়ালালামপুর,

মালয়েশিয়া,

নং-৫, লট ৯ ও ১০, জালান সুলতান ইয়াহিয়া পেত্রা,

৫৪১০০ কুয়ালালামপুর, মালয়েশিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই শাবান, ১৪৪৬হিঃ
ফজর ০৫:১৪
জোহর ১২:১৩
আসর ০৪:১৮
মাগরিব ০৫:৫৫
ইশা ০৭:০৭
সূর্যোদয় : ০৬:৩০ সূর্যাস্ত : ০৫:৫৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%