বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং
০৬:৫৩ পি.এম
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের কারণে সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতির ফলে, গ্র্যামি সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, ভয়াবহ এই পরিস্থিতির কারণে প্রথমবারের মতো বাতিল হতে পারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর।
৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠানটি উদযাপন করার মানসিকতা নেই। যদি আগামী সপ্তাহে দাবানল কিছুটা কমেও যায়, তাও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা মেটানো বেশ কঠিন।
এই কারণে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অস্কার অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত খরচটি লস অ্যাঞ্জেলেসের ক্ষতিপূরণে ব্যবহার করা হবে।
এছাড়া, যদি অস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তবে ১ লাখ ৪০ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার ডলার) মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে।
তবে, অস্কার অনুষ্ঠান বাতিলের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি অস্কার কমিটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দর সংক্রান্ত একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার, ১৪ জানুয়ারি, নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এই আদেশের মাধ্যমে বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দর সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ট্রাফিক।
কমিটির সদস্য হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কমিটি বিলোনিয়া এবং রামগড় স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করে বন্দরসমূহের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, এবং এই স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই করবে।
এছাড়াও, কমিটিকে বন্দরসমূহ ব্যবহারকারী পক্ষসমূহের বিদ্যমান এবং সম্ভাবনাময় আমদানি-রপ্তানি পণ্য, পরিমাণ এবং পক্ষসমূহ কর্তৃক অর্থনৈতিক সুফল ভোগের বিষয়ে তুলনামূলক পর্যালোচনা করে মতামত প্রদান করতে বলা হয়েছে।
কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মতামত এবং সুপারিশসহ স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামোর সংস্কারের জন্য যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, তার বাস্তবায়ন হবে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন অনুযায়ী। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানান।
তিনি বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং কর্তৃক আয়োজিত একটি ব্রিফিংয়ে বক্তব্য রাখেন।
আসিফ মাহমুদ উল্লেখ করেন যে, আজ চারটি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলোর প্রতিবেদন পর্যালোচনা করে, সব রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থার প্রতিটি খাতে সংস্কার আনা সম্ভব হবে। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে, সরকার সেটি বাস্তবায়নে উদ্যোগী হবে।
তিনি আরও বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের মূল দাবি ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার কার্যক্রম ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ আরো জানান, আজকের তারিখ, ১৫ জানুয়ারি, একটি গুরুত্বপূর্ণ দিন। চারটি সংস্কার কমিশন আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলো গুগল ডট ফর্মের মাধ্যমে মতামত সংগ্রহ করেছে, যেখানে কিছু কমিশনে এক লাখেরও বেশি মানুষ তাদের মতামত প্রদান করেছেন। সংস্কারের বিষয়ে মানুষের মধ্যে একটি প্রবল আকাঙ্ক্ষা রয়েছে, যা এই মতামতের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই সিদ্ধান্তটি বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নাজমিন আক্তারের দ্বারা গৃহীত হয়।
মতিউর রহমানকে আদালতে হাজির করার পর, অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইসমাঈল। পরবর্তীতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ১৯ জানুয়ারি তার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
দুপুরে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে মতিউরের স্ত্রীর রিমান্ড আবেদনে দুদক জানায় যে, আসামি ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এই অনিয়মের সঙ্গে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা উদঘাটন করা প্রয়োজন। তার অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়টিও উদঘাটন করা প্রয়োজন।
মতিউর রহমান এবং লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। উল্লেখ্য যে, ২০০৪, ২০০৮, ২০১৩ এবং ২০২১ সালে মোট চারবার মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান একটি অত্যাধুনিক গোয়েন্দা বা গুপ্তচর জাহাজ তৈরি করেছে, যা বুধবার (১৫ জানুয়ারি) এক সামরিক মহড়ার সময় সাগরে নামানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এই তথ্য জানিয়েছে। সামরিক ক্ষেত্রে একের পর এক চমক প্রদর্শনের ধারাবাহিকতায় তেহরান এবার নজরদারি জাহাজটি সামনে এনেছে।
নতুন এই জাহাজটি একটি আধুনিক নৌযান, যা সম্পূর্ণরূপে ইরানের নৌবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমুদ্র শিল্প এবং প্রকৌশল কোম্পানির বিশেষজ্ঞদের দ্বারা নির্মিত হয়েছে। জাহাজটির নামকরণ করা হয়েছে ‘জাগরোস’ হিসেবে।
ইরানের সামরিক বাহিনী বর্তমানে দেশের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষার লক্ষ্যে দেশব্যাপী সামরিক মহড়া পরিচালনা করছে। এই মহড়ার অংশ হিসেবে বুধবার নজরদারি জাহাজটি উন্মোচন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে উল্লেখ করা হয়েছে যে, ‘দেশের প্রথম গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ অভিযানে যুক্ত করা হয়েছে।’
এই অত্যাধুনিক জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগরোস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি। উদ্বোধনের পর তিনি বলেন, জাগরোস হবে ‘সমুদ্র ও মহাসাগরের গভীরে ইরানি নৌবাহিনীর সতর্ক দৃষ্টি’। তিনি আরও উল্লেখ করেন যে, এই জাহাজে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
গাজা সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইল ও ইরানের মধ্যে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ইরান সমর্থিত সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন ঘটেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে সচেষ্ট রয়েছে। এরই অংশ হিসেবে গত মাসে একটি ড্রোনবাহী রণতরী উদ্বোধন করে তেহরান। এরপর গত সপ্তাহেই (১০ জানুয়ারি) একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে দেশটি, যার ভিডিও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশ করা হয়।
এছাড়া, চলতি সপ্তাহেই (১৩ জানুয়ারি) ইরানের সামরিক বাহিনীর বহরে নতুন করে আরও এক হাজার ড্রোন যুক্ত করা হয়েছে। এই ড্রোনগুলো মূলত দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে এবং এগুলো দুই হাজার কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাডার ফাঁকি দেয়ার ক্ষমতাসম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে উড়তে পারে এবং দিকবদলও করতে সক্ষম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ