ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে শাওয়াল, ১৪৪৬হিজরী
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ইং ১০ই বৈশাখ, ১৪৩২বাং

সাতকানিয়ার হত্যাকাণ্ড: জামায়াতের বিবৃতি


সাতকানিয়ার হত্যাকাণ্ড: জামায়াতের বিবৃতি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় গত ৩ মার্চ সোমবার রাত ১০ টায় জামায়াতের দুই কর্মীকে শালিশ বৈঠকের নামে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন নেজাম উদ্দিন (৪৫) এবং অপরজন আবু ছালেক (৪৪)। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে নগরীর বিভিন্ন হাসপাতালে। নিহতদের জানাজা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, কাঞ্চনা ইউনিয়ন শাখার আমীর মাওলানা আবু তাহের, সেক্রেটারি জায়েদ হোসেন, এঁওচিয়া ইউনিয়ন শাখার আমীর আবু বক্কার এবং সেক্রেটারি ফারুখ হোসাইন এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের শিকার। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক এই এলাকায় একাধিকবার সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

নেতৃবৃন্দ আরও জানান, এলাকার মানুষ তার অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে তাকে বয়কট করে। তৎকালীন আওয়ামী সরকার ও প্রশাসনের সহযোগিতার কারণে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেনি। তারা উল্লেখ করেন যে, গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর মানিক এলাকা ছেড়ে আত্মগোপন করলেও তার সন্ত্রাসী বাহিনী এখনও সক্রিয় রয়েছে। মানিকের ভাই হারুন এবং মমতাজের তত্ত্বাবধানে এই সন্ত্রাসীরা বিভিন্ন অপকর্মে জড়িত।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক

সোমবার রাতে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আওয়ামী দূঃশাসনে নির্যাতিত ব্যবসায়ী নেজাম উদ্দিন ও আবু ছালেককে একটি সামাজিক বিচারের কথা বলে ডেকে আনা হয়। তাদের মাইকে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনির নামে চেয়ারম্যান মানিকের নির্দেশে তার ভাইদের পরিকল্পনায় নির্মমভাবে হত্যা করা হয়, যা মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, ২০১৬ সালে মানিক চেয়ারম্যানের নেতৃত্বে কাঞ্চনার জামায়াত কর্মী শহীদ আবুল বশরকেও একইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

নেতৃবৃন্দ অবিলম্বে চিহ্নিত খুনীদের গ্রেফতার, ঘটনার গডফাদারদের বিরুদ্ধে মামলা এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তারা ঘটনার প্রকৃত হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদ-মুশফিকসহ যাদের থাকার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই মার্চ, ২০২৫ ইং

০২:৩৪ পি.এম


বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদ-মুশফিকসহ যাদের থাকার সম্ভাবনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের নাম অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে, যদিও উভয়েই সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। ৩৯ বছর বয়সী রিয়াদ এবং ৩৭ বছর বয়সী মুশফিকের সাদা বলের ক্রিকেটে খেলা অব্যাহত রাখার বিষয়টি নিয়ে অনেকেই বিস্মিত। বিশেষ করে, ওয়াসিম আকরাম এবং ওয়াসিম জাফর তাদের সমালোচনা করেছেন। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর তারা সাদা বলের ক্রিকেট থেকে অবসরের কোনো ঘোষণা দেননি। বিসিবিও এ বিষয়ে সরাসরি কোনো বার্তা প্রদান করেনি।

নির্বাচকদের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এই তালিকায় রিয়াদ ও মুশফিকের নাম অন্তর্ভুক্ত করা হলেও, প্রথমবারের মতো বাদ পড়েছেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা অধিকাংশ খেলোয়াড়ই বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

বিসিবি আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির জন্য মোট ২২ ক্রিকেটারের নাম প্রস্তাব করেছে। প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে 'এ প্লাস' ক্যাটাগরিতে শুধুমাত্র তাসকিন আহমেদকে রাখা হয়েছে। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নাম 'এ' ক্যাটাগরিতে প্রস্তাব করা হয়েছে। তবে, এই তালিকা চূড়ান্ত নয় এবং পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এ বছরের জন্য প্রস্তাবিত চুক্তির তালিকা ফরম্যাটভিত্তিক না হয়ে ক্যাটাগরিভিত্তিক করার প্রস্তাব করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো 'এ+', 'এ', 'বি', 'সি', এবং 'ডি'। সাম্প্রতিককালে তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করা তাসকিনকেই 'এ+' ক্যাটাগরিতে বিবেচনা করা হচ্ছে।

'এ' ক্যাটাগরিতে টেস্ট ও ওয়ানডের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং মুশফিকুর রহিম। 'বি' ক্যাটাগরিতে নাম রয়েছে টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমানের। এই ক্যাটাগরিতে আরও অন্তর্ভুক্ত রয়েছেন তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

'সি' ক্যাটাগরিতে প্রস্তাবিত নামগুলোর মধ্যে রয়েছে সৌম্য সরকার, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী। 'ডি' ক্যাটাগরিতে রয়েছেন নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।

এছাড়া, প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। রিয়াদ ও মুশফিক প্রস্তাবিত চুক্তিতে রয়েছেন, কারণ তারা অবসরের ব্যাপারে কোনো ঘোষণা দেননি। নতুন মুখ হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে আসছেন নাহিদ, তানজিদ তামিম, জাকের আলী এবং রিশাদ হোসেন।

প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তা হলো:

'এ' প্লাস ক্যাটাগরিতে: তাসকিন আহমেদ;

'এ' ক্যাটাগরিতে: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম;

'বি' ক্যাটাগরিতে: মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা;

'সি' ক্যাটাগরিতে: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী;

'ডি' ক্যাটাগরিতে: নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতকে ছাড় দিলেন না ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই মার্চ, ২০২৫ ইং

০২:৩৮ পি.এম


ভারতকে ছাড় দিলেন না ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম ভাষণে উল্লেখ করেছেন যে, চীন, কানাডা এবং মেক্সিকোর মতো ভারতের উপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যসামগ্রীর উপর অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হবে। তিনি ১ এপ্রিলের পরিবর্তে ২ এপ্রিল তারিখটি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন, stating, 'আমি চাই না, শুল্কবৃদ্ধির দিনটি এপ্রিল ফুলস ডে-র সঙ্গে কোনোভাবে মিলে যাক।'

ভাষণে ট্রাম্প কংগ্রেসকে জানান যে, ভারতসহ বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা হিসেবে এসব দেশের কাছ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক আদায় করবে। তাঁর সরকার এই সিদ্ধান্তে দৃঢ় প্রতিজ্ঞ।

ট্রাম্প আরও বলেন, 'যদি কেউ ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য উৎপাদন না করে, তাহলে তাকে শুল্ক দিতে হবে। কিছু ক্ষেত্রে এটি বিরাট বোঝা হয়ে দাঁড়াবে।' তিনি উল্লেখ করেন যে, দশকের পর দশক ধরে অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ হারে শুল্ক আদায় করে আসছে এবং এবার যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকেও উচ্চ হারে শুল্ক আদায় করবে।

মার্কিন প্রেসিডেন্ট তালিকা ধরে বলেন, ভারতসহ অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল পরিমাণের শুল্ক আদায় করে আসছে বছরের পর বছর ধরে। গড়পরতা হিসাবে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, 'অনেক দেশ আমাদের শুল্কের চেয়ে অনেক গুণ বেশি হারে আমাদের কাছ থেকে আমদানি কর আদায় করে থাকে। এবার আমরা তাদের কাছ থেকেও অনেক বেশি অঙ্কের শুল্ক আদায় করব।'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত 'ভারতবন্ধু' প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভারত আমাদের কাছ থেকে গাড়ি সংক্রান্ত শুল্ক প্রায় ১০০ শতাংশ বেশি আদায় করে আসছে। তিনি উল্লেখ করেন, 'আমাদের পণ্যের ওপর চীনের গড় শুল্ক হলো আমাদের হারের দ্বিগুণ। আবার দক্ষিণ কোরিয়ার গড় শুল্কহার আমাদের তুলনায় চারগুণ বেশি।'

ট্রাম্পের ভাষ্য ছিল, 'আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকেই পাল্টা শুল্কনীতি চালু হোক। কিন্তু আমি চাই না যে, এর জন্য কেউ এপ্রিল ফুলস ডে-কে জুড়ে দিয়ে তামাশা বানাক। তাই ২ এপ্রিল থেকেই নয়া শুল্কনীতি ধার্য করবে যুক্তরাষ্ট্র।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: ঢাকা কেন্দ্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই মার্চ, ২০২৫ ইং

০২:৩৮ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: ঢাকা কেন্দ্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সেক্টরে নিয়োগ প্রক্রিয়ায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রেলপথ অবরোধ করেছে। এই আন্দোলনের ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার, ৫ মার্চ, বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় একদল শিক্ষার্থী সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এর নেতৃত্বে রেলপথ অবরোধ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা তাদের স্লোগানে উল্লেখ করে, "ঢাকা না রংপুর, রংপুর, রংপুর; ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা; ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী; ঢাবি না রাবি, রাবি, রাবি।" এই সময় আন্দোলনকারীরা দাবি করেন যে, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিদ্যমান। তারা বলেন, "ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে।"

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, "আমরা এ আধিপত্য মানিনা। আমরা পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুনর্গঠন চাই।" রেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুপুর দুইটার আগে রাজশাহী থেকে কোনো ট্রেন ছাড়বে না এবং অবরোধ শেষ হলে তবেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের চার দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই মার্চ, ২০২৫ ইং

০২:৪১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের চার দফা দাবি

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শূণ্যপদে নিয়োগ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে পদ সৃজনসহ চার দফা দাবিতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছেন। এই সংবাদ সম্মেলনটি বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম লিমন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, দেশের স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে তিন হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে, তবে একযুগ ধরে এসব পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে, প্রান্তিক জনগণের চিকিৎসা সেবা প্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে এবং ম্যাটস্ থেকে পাস করা বেকারদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনের মাধ্যমে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ডের খসড়া আইনের নাম পরিবর্তন করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, সারাদেশে ডিপ্লোমা মেডিকেল কোর্স সম্পন্ন করা ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন অবস্থায় রয়েছেন। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করার পরেও তাদের প্রতি বৈষম্য নিরসনের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিএমএ’র জেলা সভাপতি মেসবাহুল হক, সাধারণ সম্পাদক মো. বাবলুর রহমান, খলিল আহমেদ, কবির আলী, ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে শাওয়াল, ১৪৪৬হিঃ
ফজর ০৪:১১
জোহর ১১:৫৮
আসর ০৪:৩১
মাগরিব ০৬:২৩
ইশা ০৭:৩৮
সূর্যোদয় : ০৫:৩১ সূর্যাস্ত : ০৬:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%