ঢাকা সোমবার, ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫খ্রিষ্টাব্দ ০৪ই ফাল্গুন, ১৪৩২বঙ্গাব্দ ১৮ই শাবান, ১৪৪৬হিজরী
সোমবার, ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫ইং ০৪ই ফাল্গুন, ১৪৩২বাং

পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু করার দাবিতে আন্দোলনে রুয়েটের শিক্ষার্থীরা


পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু করার দাবিতে আন্দোলনে রুয়েটের শিক্ষার্থীরা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালুর দাবিতে আন্দোলন শুরু করেছে। তারা ১২ দফা দাবি নিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশগ্রহণ করছে। আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থীরা তাদের দাবির মধ্যে উল্লেখ করেছেন যে, পরীক্ষায় কোডিং সিস্টেম চালু করা আবশ্যক, যাতে মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হয়। তারা সেমিস্টারের রেজাল্ট ও গ্রেডশিট দ্রুত প্রকাশের পাশাপাশি পরীক্ষার খাতা রিভিউ করার সুযোগ দেওয়ার দাবি জানান। এছাড়া, ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করারও আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীরা ঘোষণা করেছেন যে, তাদের ১২ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, কিছু শিক্ষক ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের অকৃতকার্য করার চেষ্টা করছেন এবং তারা আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত চিহ্নিত শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা আমাদের জন্য দুঃখজনক: ফারুকী

এই আন্দোলনটি শিক্ষার্থীদের মধ্যে একটি বৃহৎ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তারা তাদের দাবি আদায়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

০৮:২২ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি। এই পরিবর্তনের ফলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, দুই দেশের সম্পর্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বা এ ধরনের বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি সরকারকেন্দ্রিক নয়। নতুন সরকার যখন আসবে তখন তাদের বক্তব্য থাকতে পারে। সেগুলো আমরা দেখবো এবং তখন বিষয়গুলো বিবেচনা করা যাবে।’

তিনি আরও উল্লেখ করেন যে, চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ সকল দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সরকার কেন্দ্রিক নয়। এই কারণে, দীর্ঘমেয়াদি সম্পর্কগুলো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

এছাড়া, আগামী ২০ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। এই সফরে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি চীন থেকে নেওয়া বিভিন্ন ঋণের সুদ কমানো এবং মেয়াদ বৃদ্ধির বিষয়ে কথা বলবেন। এছাড়া, কোটা সুবিধা বজায় রাখার বিষয়েও আলোচনা করা হবে। বাজেট সহায়তা এবং বিভিন্ন প্রকল্পে সহায়তার বিষয়েও আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের যে চুক্তি চীনের সঙ্গে হয়েছিল, তা বহাল রাখার বিষয়ে আলোচনা করার কথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামে পৃর্বশত্রুতার জেরে মারধর! আহত ২।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রেজাউল করিম,নাটোর জেলা প্রতিনিধি

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

০৮:২৩ পি.এম


নাটোরের বড়াইগ্রামে পৃর্বশত্রুতার জেরে মারধর! আহত ২।

বড়াইগ্রামের গড়মাটি মধ্যপাড়া এলাকায় পূর্বশত্রুতার কারণে মারধরের একটি ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ার হোসেনের সঙ্গে আশরাফুলের জমি ক্রয়ের বিষয়ে বিরোধ চলছিল। আশরাফুল সারোয়ারের কাছ থেকে জমি ক্রয় করতে আগ্রহী ছিলেন, কিন্তু সারোয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গত রবিবার সন্ধ্যায় সারোয়ার বাজার থেকে বাড়ি ফেরার পথে আশরাফুল এবং তার কয়েকজন সহযোগী পিছন থেকে সারোয়ারকে হাতুর হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করে। এ সময় সারোয়ারের স্ত্রী নাজমা এগিয়ে আসলে তাকেও কোপানো হয়, ফলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সারোয়ারের কানে সেলাই দেন এবং তার স্ত্রীর মাথায় দশটি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

০৮:২৫ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
 
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি-বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি  উপজেলার ইসলামপুর ইউনিয়নের আড়াবাড়িয়া মাঠে (১৫ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
 
রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। প্রকল্পটির ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর রোকসানা পারভীনের সভাপতিত্বে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্পটির সহকারি ভ্যালু চেইন ফেসিলিটেটর দেবাশীষ সরকার, সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুমা আক্তার, সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জনাব,সজিব কুমার ঘোষ,সোহানুর রহমান।
 
এ সময় বক্তারা নিরাপদ সবজি চাষে গুরুত্ব দিয়ে বলেন, এক সময় সবজি উৎপাদনে কৃষকরা ক্ষেতে মনগড়া রাসায়নিক স্যার ও কীটনাশক ব্যবহার করতেন। যা স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো কার্ড ও মালচিং পেপার সম্পর্কে জানতো না। এসডিসি ও উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও প্রণোদনা নিয়ে অনেকেই এখন সবজি ক্ষেতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করছেন।
 
পোকা মাকড় দমনের জন্য ফেরোমন ফাঁদ, আঠালো হলুদ কার্ড ও জৈব বালাইনাশক ব্যবহার করছেন। এ পদ্ধতির মাধ্যমে সবজি উৎপাদনে খরচ কম এবং ফলন ভালো হয়। সবজির গুণগত মানও ভালো থাকে। যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই প্রকল্পের আওতায় বিষমুক্ত বিভিন্ন জাতের সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেক কৃষক। প্রকল্পভুক্ত কৃষকদের পাশাপাশি নিরাপদ সবজি চাষে উৎসাহিত হচ্ছেন আশপাশের অসংখ্য কৃষক। মাঠ দিবসে প্রকল্পটির অন্যান্য কর্মকর্তাসহ এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটন দাসের বাদ পড়া: তামিমের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং

০৮:২৬ পি.এম


লিটন দাসের বাদ পড়া: তামিমের মন্তব্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে স্থান হয়নি লিটন দাসের, যা অনেকের জন্য একটি বিস্ময়কর বিষয় নয়। কারণ, লিটন দাস গত এক বছর ধরে ধারাবাহিকভাবে অফফর্মে রয়েছেন। নির্বাচকরা জানিয়েছেন, সাদা বলে ধারাবাহিক ব্যর্থতার কারণে তাকে বাদ দেয়া হয়েছে। তবে, লিটন বাদ পড়ার পর বিপিএলে দুর্দান্ত একটি শতক হাঁকিয়ে আবারও আলোচনায় আসেন।

বিপিএলে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে লিটন দাস এবারের টুর্নামেন্টে সবচেয়ে বড় ইনিংসটি উপহার দেন। তার শতকের আগের ম্যাচেও তিনি অর্ধশতক হাঁকিয়েছিলেন। টানা দুই ম্যাচে রান করার ফলে তিনি এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাদ পড়ার পর লিটনের রানে ফেরাটা আরও বেশি আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

লিটনের শতকের দিনে, তার ওপেনিং সঙ্গী তামজিদ হাসান তামিমও ঢাকা ক্যাপিটালসে শতক হাঁকিয়েছেন। লিটন বাদ পড়লেও তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন। বুধবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম লিটনের বাদ পড়া প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, 'ভালো না খেললে আমাদেরও বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার, এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি.. উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন, আপনারা দেখেছেন যে উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।'

জুনিয়র তামিম হিসেবে পরিচিত এই ওপেনারের বিশ্বাস, লিটন শিগগিরই জাতীয় দলে ফিরবেন। তিনি বলেন, 'আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা... আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শটগুলো।'

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। হাতে রয়েছে মোট ৫টি ম্যাচ। প্লে-অফে ওঠার জন্য তাদের জন্য বাকি সবগুলো ম্যাচই ডু অর ডাই ম্যাচ। তামিমের বিশ্বাস, এখান থেকেও তার দলের পক্ষে ভালো ফলাফল অর্জন সম্ভব। তিনি বলেন, 'আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোব। কালকে যে খেলা আছে, আমরা শুধু এটায় ফোকাস করতে চাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি, তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই শাবান, ১৪৪৬হিঃ
ফজর ০৫:১৪
জোহর ১২:১৩
আসর ০৪:১৮
মাগরিব ০৫:৫৫
ইশা ০৭:০৭
সূর্যোদয় : ০৬:৩০ সূর্যাস্ত : ০৫:৫৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%