ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে শাওয়াল, ১৪৪৬হিজরী
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ইং ১০ই বৈশাখ, ১৪৩২বাং
সোশ্যাল মিডিয়া

দুবাইয়ে দুর্ঘটনায় মমতাজের মৃ*ত্যু নিয়ে নতুন তথ্য প্রকাশ


দুবাইয়ে দুর্ঘটনায় মমতাজের মৃ*ত্যু নিয়ে নতুন তথ্য প্রকাশ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি খবর ছড়িয়ে পড়েছে যে, কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই খবরটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায় যে, এই তথ্যটি সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মৃত্যুর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের অনুসন্ধানে কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি যা এই দাবিকে সমর্থন করে। সোমবার, ০৩ মার্চ দুপুর ২টা ০৫ মিনিটে প্রথমবারের মতো এই গুজবটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। উক্ত পোস্টে দাবি করা হয় যে, মমতাজ দুবাইয়ে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হলেও, লিংকটি প্রবেশ করে দেখা যায় যে, এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিংক। ফলে, রিউমর স্ক্যানার টিম প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করে এই দাবির সপক্ষে কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তথ্য খুঁজে পায়নি। এর ফলে, তারা নিশ্চিত করেছে যে, মমতাজ বেগমের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন: স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, আজ থেকেই শুরু বিক্রি সর্বোচ্চ দামে

এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর ফলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই, সকলের উচিত তথ্য যাচাই করা এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত গুজবে বিশ্বাস না করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিথ্যা মামলায় মুক্তি পেলেন মিয়া নূর উদ্দিন অপু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই মার্চ, ২০২৫ ইং

০৭:৫০ পি.এম


মিথ্যা মামলায় মুক্তি পেলেন মিয়া নূর উদ্দিন অপু

মিয়া নূর উদ্দিন অপু, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী, মিথ্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন। এটি সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের সময়ের একটি চাঁদাবাজির মামলা, যা গুলশান থানায় দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসানের আদালত তাকে খালাস প্রদান করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, আল-আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া ওয়ান ইলেভেনের কথিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নূর উদ্দিন অপুকে আসামি করে ১ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

২০০৭ সালের ৮ মার্চ গুলশান থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৪ সালের ১৩ জুন আত্মসমর্পণ করার পর, মিয়া নূর উদ্দিন আহমেদ অপু ২৩ মাস বেআইনিভাবে কারাগারে কাটান। উল্লেখ্য, তারেক রহমান ইতিপূর্বে এই মামলায় খালাস পেয়েছিলেন।

মঙ্গলবার আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন উপস্থিত ছিলেন। তিনি আদালতে জানান, ওয়ান ইলেভেনের সময় পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল তারেক রহমান ও মিয়া নূর উদ্দিন অপুর বিরুদ্ধে। মাত্র ১ কোটি টাকার ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে তারেক রহমানকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই ভূয়া মামলায় খালাস পেয়েছেন। আদালত মঙ্গলবার মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি প্রদান করেছেন।

এর আগে, আওয়ামী স্বৈরশাসন আমলে প্রদত্ত প্রতিহিংসামূলক মানিলন্ডারিংয়ের মামলায়ও মিয়া নূর উদ্দিন আহমেদ অপু বেকসুর খালাস পেয়েছেন। ২৭ জানুয়ারি জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম তাকে খালাসের আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনায় একজনের মৃত্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই মার্চ, ২০২৫ ইং

০৭:৫১ পি.এম


কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনায় একজনের মৃত্য

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মহরম আলী (৬০) নামে একজনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার, ৪ মার্চ, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের বাসিন্দা এবং পীরের বাজারে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার সময় মহরম আলী শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। ট্রেনের আঘাতে তার মাথাসহ দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, যা অত্যন্ত দুঃখজনক।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক দীপক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহরম আলীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এই দুর্ঘটনা স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে পেঁয়াজ খেতে পাতা পচা রোগের প্রকোপ দুশ্চিন্তায় চাষিরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই মার্চ, ২০২৫ ইং

০৭:৫৭ পি.এম


রাজবাড়ীতে পেঁয়াজ খেতে পাতা পচা রোগের প্রকোপ দুশ্চিন্তায় চাষিরা

রাজবাড়ীতে পেঁয়াজ চাষিরা বর্তমানে পাতা পচা রোগের কারণে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। আবহাওয়ার পরিবর্তনের ফলে পেঁয়াজের খেতে পার্পল ব্লচ (পাতা পচা) রোগ দেখা দিয়েছে, যা ফলনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চাষিরা নতুন পেঁয়াজ বাজারে আসার পর দাম কমে যাবে কিনা এবং সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করবে কিনা, এ নিয়ে চিন্তিত।

কৃষি বিভাগ জানায়, পার্পল ব্লচ রোগের প্রতিরোধে পেঁয়াজ চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। তবে চাষিরা ছত্রাক-নাশক স্প্রে করেও কার্যকরী ফল পাচ্ছেন না। ফলে, পাতা মরা রোগের কারণে আশানুরূপ ফলন সম্ভব হবে না বলে মনে করছেন তারা।

সরেজমিনে বিভিন্ন এলাকায় দেখা যায়, চাষিরা পেঁয়াজ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ নিড়ানি করছেন, আবার কেউ সার ও কীটনাশক প্রয়োগ করছেন। আবহাওয়ার পরিবর্তনের কারণে পেঁয়াজের গাছের পাতা মরে যাচ্ছে, যা চাষিদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পেঁয়াজ চাষি আবদুল রাজ্জাক মণ্ডল জানান, "পেঁয়াজের অবস্থা ভালো নয়। গাছ বড় হচ্ছে না এবং পাতা মরা রোগে আক্রান্ত হয়েছে। এ বছর পেঁয়াজের ভালো ফলন হবে না। আমি মনে করি, আবহাওয়ার কারণে এই সমস্যা হচ্ছে।"

অন্যদিকে, পেঁয়াজ চাষি সহিদ হোসেন বলেন, "এবার পেঁয়াজ খেত ভালো হচ্ছে না। শীত চলে যাওয়ার কারণে পেঁয়াজ গাছের মাথা মরে যাচ্ছে। আমি সার, ওষুধ, পানি সেচ দিয়ে ক্ষেত পরিচর্যা করছি। যদি আবার শীত পড়ে, তাহলে পেঁয়াজ ক্ষেত ভালো হবে। কিন্তু গরম পড়লে পেঁয়াজের ফলন ভালো হবে না। এত সার ও ওষুধ দিয়েও ক্ষেত ভালো হচ্ছে না। আবহাওয়ার কারণে কি এমন হচ্ছে, বুঝতে পারছি না।"

আরেক চাষি মো. হাফিজুর রহমান জানান, জমি চাষ, সেচ, সার, নিড়ানি, শ্রমিক ও উত্তোলনসহ বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। যারা অন্যের জমি লিজ নিয়ে আবাদ করেন, তাদের খরচ বিঘাপ্রতি ৪০-৪৫ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি পেঁয়াজ উৎপাদন হবে ৪০-৫০ মণ। তবে এবছর পেঁয়াজ আবাদে খরচ বেশি পড়ছে। চাষিরা উদ্বিগ্ন যে উৎপাদন মৌসুমে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে কি না।

আদর্শ চাষি রহিম মণ্ডল বলেন, "আবহাওয়া খারাপের জন্য পেঁয়াজের ফলন ভালো হবে না। তবে যদি দাম থাকে, তাহলে কৃষক বাঁচবে। সরকার যদি বিদেশ থেকে আমদানি না করে, তাহলে কৃষক কিছু টাকা পাবে। আর আমদানি করলে লোকসানে পড়বে। কৃষককে বাঁচাতে হলে সার ও ওষুধের দাম কমাতে হবে। বর্তমানে বাজারে যে দাম রয়েছে, তাতে বিক্রি করলেও কৃষকের লোকসান হবে। যদি ২ হাজার টাকার ওপরে বিক্রি করা যায়, তাহলে লোকসান হবে না। সবকিছু মিলিয়ে এবছর পেঁয়াজ চাষে খরচ বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে জনদুর্ভোগের চরম অবস্থা: একাধিক দপ্তরের দায়িত্বে সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই মার্চ, ২০২৫ ইং

০৭:৫৯ পি.এম


পীরগঞ্জে জনদুর্ভোগের চরম অবস্থা: একাধিক দপ্তরের দায়িত্বে সমস্যা

রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরে জনদুর্ভোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির মূল কারণ হলো, একই ব্যক্তি চারটি পৃথক দপ্তরের দায়িত্ব পালন করছেন। দপ্তরগুলো হলো পীরগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয়, সহকারী কমিশনার (ভুমি) এর কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। এসব দপ্তরে গুরুত্বপূর্ণ কাজের জন্য আগত লোকজন প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর উপজেলা পরিষদ বাতিল করা হয়, যার ফলে ওই দপ্তরের কাজগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর চাপিয়ে দেওয়া হয়। এর পর পৌরসভাগুলোও বাতিল করা হলে, পৌরসভার মতো জটিল বিভাগের কাজও একই ব্যক্তির উপর এসে পড়ে। গত বছরের শেষের দিকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভুমি) তকী ফয়সাল তালুকদার বিদেশে চলে যান, ফলে ওই বিভাগের দায়িত্বও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। খাদিজা বেগম এই দায়িত্বে রয়েছেন।

এভাবে চারটি বিভাগের গুরুত্বপূর্ণ ও জটিল কাজ একসাথে পরিচালনা করা খাদিজা বেগমের জন্য অত্যন্ত চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে তিনি নাকি প্রায় সময়ই বিভিন্ন কাজে আসা লোকজনের সাথে অসদাচরণ করে থাকেন। অনেকের ফাইল দিনের পর দিন পড়ে রয়েছে এবং সংশ্লিষ্টরা ভোগান্তির শিকার হচ্ছেন। মাসের পর মাস ধরে অনেকের ফাইল ওই দপ্তরে পড়ে আছে। বেশ কিছু প্রতিষ্ঠানের বেতন ভাতা কয়েক মাস ধরে আটকে রয়েছে, শুধুমাত্র একটি স্বাক্ষরের অভাবে।

যখন ভুক্তভোগীরা দেন-দরবার করতে যান, তখন তাদেরকে বকাঝকা শুনতে হচ্ছে। অনেক ফাইল দিনের পর দিন পড়ে থাকছে, ফলে জনভোগান্তি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে উক্ত দপ্তরের অধস্তন কর্মচারীরা সুযোগ নিচ্ছেন। অভিযোগ রয়েছে যে, তারা নগদ অর্থের বিনিময়ে অনেক ফাইল দ্রুততার সাথে সম্পন্ন করে নিচ্ছেন। অথচ এসব অভিযোগ উক্ত কর্মকর্তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ভুক্তভোগী মহল সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও নীতি নির্ধারক মহলের প্রতি দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে শাওয়াল, ১৪৪৬হিঃ
ফজর ০৪:১১
জোহর ১১:৫৮
আসর ০৪:৩১
মাগরিব ০৬:২৩
ইশা ০৭:৩৮
সূর্যোদয় : ০৫:৩১ সূর্যাস্ত : ০৬:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%