ঢাকা সোমবার, ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫খ্রিষ্টাব্দ ০৪ই ফাল্গুন, ১৪৩২বঙ্গাব্দ ১৮ই শাবান, ১৪৪৬হিজরী
সোমবার, ১৭ই ফেব্রুয়ারী, ২০২৫ইং ০৪ই ফাল্গুন, ১৪৩২বাং

বরিশালে ভূমিহীনদের সমাবেশ ও মিছিল: ৫ দফা দাবিতে কৃষক ফেডারেশন ও কিষাণী সভার উদ্যোগ


বরিশালে ভূমিহীনদের সমাবেশ ও মিছিল: ৫ দফা দাবিতে কৃষক ফেডারেশন ও কিষাণী সভার উদ্যোগ

 

আজ ২৩ নভেম্বর ২০২৪ ইং রোজ শনিবার, বেলা ১১ টায় বরিশাল টাউন হলের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার বরিশাল জেলা শাখার উদ্যোগে একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল খাসজমি চিহ্নিতকরণ, ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত, ভূয়া বন্দোবস্ত বাতিল, প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রণয়ন এবং কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি সক্রিয় করাসহ পাঁচটি দাবি উত্থাপন করা। সমাবেশ শেষে শ্লোগান সহকারে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের বরিশাল জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় সভানেত্রী ডা. সামসুন্নাহার খান ডলি, কিষাণী সভার বরিশাল জেলা শাখার সভানেত্রী রুনা লায়লা সোনালী, সেতারা বেগম, সেলিনা বেগম, হ্যাপী আক্তার, কহিনুর বেগম, কৃষক নেতা মোঃ জামান আকন, মোঃ শহিদ হোসেন, মৃনাল কান্তি বিশ্বাস, মোঃ ইনসান হাওলাদর প্রমুখ।

প্রধান অতিথি কমরেড বদরুল আলম তাঁর বক্তব্যে বরিশালের জনগণের সংগ্রামী ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও স্বৈরাচারের সুবিধাভোগী চক্র এখনও দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে। তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে বরিশালের মানুষ যে কোন ক্রান্তিলগ্নে সংগ্রামী ভূমিকা পালন করে আসছে। গত শতাব্দীর সত্তরের দশক থেকে বরিশালে বাংলাদেশ কৃষক ফেডারেশনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে রসুলপুর খাস চরে ১৯৯৬ সালে ভূমিহীনদের দখল-অবস্থান একটি উল্লেখযোগ্য সাফল্য।

আরও পড়ুন: সংবাদের ভিন্ন মতামত

কমরেড আলম আরও বলেন, ভূমিহীনরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে তাদের অবস্থান ধরে রেখেছে। তবে, একটি স্বার্থানেষী মহল তাদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি বিশেষ করে হারুন ভাণ্ডারীর নাম উল্লেখ করেন, যিনি ২০১২ সালে কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটি কর্তৃক বহিষ্কৃত হন। হারুন ভাণ্ডারী খাসজমি দেওয়ার নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

ডা. সামসুন্নাহার ডলি তাঁর বক্তব্যে বলেন, খাসজমির আন্দোলনে কিষাণীরা সব সময় অগ্রসর ও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও কিষাণীরা দায়িত্বশীল ভূমিকা রাখবে। তিনি বরিশাল জেলার সভানেত্রী রুনা লায়লা সোনালীর বিরুদ্ধে সদর থানায় দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান।

জায়েদ ইকবাল খান বলেন, কোন গোষ্ঠী বিশেষ চক্রান্ত করে কৃষক ও ভূমিহীন জনগণের লড়াই সংগ্রাম ব্যাহত করতে পারবে না। তিনি বরিশালের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, যুবলীগের সদস্য নয় বলেও উল্লেখ করেন।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মানুষের স্বার্থে আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বরিশালে এমন নিয়মতান্ত্রিক আন্দোলন করা হবে যে আন্দোলনের তোড়ে সকল অপশক্তি বঙ্গোপসাগরে ভেসে যাবে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য ঐকান্তিক দাবি জানান।

মৃণাল কান্তি বিশ্বাস 
প্রচার সম্পাদক 
বাংলাদেশ কৃষক ফেডারেশন
বরিশাল জেলা শাখা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা: পুলিশ তদন্ত শুরু করেছে

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

১০:১২ পি.এম


নোয়াখালীতে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা: পুলিশ তদন্ত শুরু করেছে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে জেলার সুবর্ণচর উপজেলা থেকে ও শনিবার সকালে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন হলেন সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে ফাহিমা আক্তার পপি (২২) এবং অপরজন তাছলিমা আক্তার তন্নি (২৩), যিনি কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলায় স্বামীর মোবাইল ফোনে সাবেক প্রেমিকের পাঠানো বার্তা ও ভিডিও নিয়ে অপবাদ সৃষ্টির জেরে পপি আত্মহত্যা করেছেন। বিয়ের মাত্র চারদিন পর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি সৈকত সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

অপরদিকে, পারিবারিক কলহের কারণে স্বামীর ওপর অভিমান করে তন্নি শনিবার ভোর রাতে বাবার বাড়িতে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান বলেন, স্বামীর ওপর অভিমান করে স্ত্রী গলায় ফাঁস দেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাশবাড়ীতে মাছ কাটার পেশায় আলিফের জীবনযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

১০:১৪ পি.এম


পলাশবাড়ীতে মাছ কাটার পেশায় আলিফের জীবনযাপন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধির মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আলিফ নামের একজন তরুণ মাছ কেটে সংসার চালান। তিনি জানান, 'মাছ কাটছি প্রায় ৪ বছর। ছোট থেকে এই পেশায় থাকায় এখন অভ্যাস হয়ে গেছে। এটাই আমার রুজীর পথ। দিনে যে ৫-ছয়শ টাকা দেয় মহাজন, সেটাই দিয়েই সংসার চালাই।'

আলিফ, যিনি ১৮ বছর বয়সী, পলাশবাড়ী কালিবাড়ী বাজারের একজন মাছ ব্যবসায়ী। তিনি প্রায় চার বছর ধরে মাছ কেটে জীবিকা নির্বাহ করছেন। পলাশবাড়ীর কালিবাড়ী বাজারটি মাছের জন্য সবচেয়ে বড় ও পরিচিত বাজার হিসেবে পরিচিত। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই বাজারে মাছ বেচাকেনা করতে আসা ব্যক্তিদের ভিড় লেগে থাকে। জীবিকার তাগিদে আলিফের মতো অনেকেই মাছ কাটার কাজ করেন, যা তাদের প্রধান পেশা। মাছ কাটার মাধ্যমে অর্জিত আয় দিয়েই তারা নিজেদের সংসার পরিচালনা করেন।

কালিবাড়ী বাজারের মাছের দোকানে গেলে দেখা যায়, সেখানে ৫-৬ জন দিনমজুর মাছ কাটার কাজে নিয়োজিত আছেন। প্রতিটি দোকানে বিক্রি হওয়া মাছগুলোকে পিস করে কাটার কাজ করেন তারা। এর বিনিময়ে মহাজনরা তাদের মজুরি প্রদান করেন। আলিফের কথা থেকে জানা যায়, তার বাবার মৃত্যুর পর থেকে সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। বর্তমানে তার পরিবারে মোট ৪ জন সদস্য রয়েছে, যার মধ্যে এক ভাই ও এক বোনও রয়েছে।

মাছ কাটার অভিজ্ঞতা সম্পর্কে আলিফ বলেন, 'আগে হাতেগোনা দু-একজন মাছ কিনে কেটে নিতো। এখন ছোট হোক বড় হোক সব মাছ কেটে দিতে হয়। মাছ কাটা এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মাছ কাটতে আমার অনেক ভালো লাগে। দিনে ৪০-৫০ কেজি মাছ কাটলে আমার কোনো সমস্যা হবে না বরং ভালোই লাগবে।'

এক ক্রেতা, মাসুদ, আলিফের কাছ থেকে মাছ কাটিয়ে নিচ্ছিলেন। তিনি বলেন, 'আগে আমরা শুধু মাছ কিনে নিয়ে যেতাম। বাসায় গিয়ে কাটা-ছেঁড়া করতাম। এখন তারা কেটে দেওয়াতে আমাদের সুবিধা হয়। বাসায় গিয়ে আর কাটতে হয় না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পাহাড়িয়া মাতৃভাষার কী-বোর্ডের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

১০:১৭ পি.এম


রাজশাহীতে পাহাড়িয়া মাতৃভাষার কী-বোর্ডের উদ্বোধন

রাজশাহী: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ উদ্যোগে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কী-বোর্ড উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানটি ২৩ নভেম্বর শনিবার সকালে একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

মতবিনিময় সভার শুরুতে, প্রধান অতিথি ভাষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, "মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক তৈরি করতে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একমাত্র ভাষার কারণেই মানুষ অন্যান্য জীবের থেকে বিশেষ স্বীকৃতি পেয়েছে। তাই ভাষা প্রযুক্তি ও প্রকৃতির সাথে সুসম্পর্ক তৈরি করেছে।" তিনি আরও উল্লেখ করেন যে, "আজ থেকে পাহাড়িয়া ভাষাটি দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করলো। এর মধ্য দিয়ে পাহাড়িয়া মাতৃভাষার কী-বোর্ডটি বিশ্বে ২৯৫ তম কীবোর্ড হিসেবে স্বীকৃতি পেল।"

তিনি উল্লেখ করেন যে, এই কী-বোর্ড ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে পাহাড়িয়া ভাষার সাথে পরিচিত করতে সহায়ক হবে। আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপ-পরিচালক বেনজামিন টুডু।

রাজশাহী কলেজের ম্যানেজার বিভাগের অনার্স ফাইনাল শিক্ষার্থী শিশির বিশ্বাস জানান, "পাহাড়িয়া কী-বোর্ডটি দেশ ও বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে সহযোগিতা করবে। বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পাহাড়িয়া কী-বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"

কসবা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সোনালী ও রজনী বিশ্বাস জানান, "পাহাড়িয়া কী-বোর্ড উদ্বোধন করার ফলে আমরা পাহাড়িয়া মাতৃভাষায় মনে ভাব প্রকাশ করতে ও লিখতে পারবো। তাই আমরা অনেক আনন্দিত।"

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির ইন্সট্রাক্টর মানুয়েল সরেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কালচারাল একাডেমির পক্ষ থেকে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কীবোর্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন একাডেমির নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য মিসেস শেলী প্রিসিল্লা বিশ্বাস, আদিবাসী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন, নবাই বটতলা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে, এবং পাহাড়িয়া পরিষদের নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস। এছাড়াও আরো বক্তব্য রাখেন আদিবাসী ভাষা বিশেষজ্ঞ মৃদুল সাংমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগরীতে কৃষকলীগের সভাপতি সহ ১৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

১০:২০ পি.এম


রাজশাহী মহানগরীতে কৃষকলীগের সভাপতি সহ ১৫ জন গ্রেফতার

রাজশাহী: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের মধ্যে ২ জনকে হামলা ও বিস্ফোরণের অভিযোগে, ২ জনকে মাদক মামলায়, ৮ জনকে অন্যান্য অপরাধে এবং ৩ জনকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি মোঃ তাজবুল ইসলাম (৫২), যিনি মহানগরীর কাশিঙয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। এছাড়া, আ’লীগ কর্মী মোঃ রাজেশ (৩০) যিনি মহানগরীর কর্ণহার থানার বিলধর্মপুর গ্রামের মৃত আঃ গনি মনসুরের পুত্র।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই শাবান, ১৪৪৬হিঃ
ফজর ০৫:১৪
জোহর ১২:১৩
আসর ০৪:১৮
মাগরিব ০৫:৫৫
ইশা ০৭:০৭
সূর্যোদয় : ০৬:৩০ সূর্যাস্ত : ০৫:৫৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%