১০:১১ পি.এম
আজ ২৩ নভেম্বর ২০২৪ ইং রোজ শনিবার, বেলা ১১ টায় বরিশাল টাউন হলের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার বরিশাল জেলা শাখার উদ্যোগে একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল খাসজমি চিহ্নিতকরণ, ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত, ভূয়া বন্দোবস্ত বাতিল, প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রণয়ন এবং কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি সক্রিয় করাসহ পাঁচটি দাবি উত্থাপন করা। সমাবেশ শেষে শ্লোগান সহকারে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের বরিশাল জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় সভানেত্রী ডা. সামসুন্নাহার খান ডলি, কিষাণী সভার বরিশাল জেলা শাখার সভানেত্রী রুনা লায়লা সোনালী, সেতারা বেগম, সেলিনা বেগম, হ্যাপী আক্তার, কহিনুর বেগম, কৃষক নেতা মোঃ জামান আকন, মোঃ শহিদ হোসেন, মৃনাল কান্তি বিশ্বাস, মোঃ ইনসান হাওলাদর প্রমুখ।
প্রধান অতিথি কমরেড বদরুল আলম তাঁর বক্তব্যে বরিশালের জনগণের সংগ্রামী ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও স্বৈরাচারের সুবিধাভোগী চক্র এখনও দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে। তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে বরিশালের মানুষ যে কোন ক্রান্তিলগ্নে সংগ্রামী ভূমিকা পালন করে আসছে। গত শতাব্দীর সত্তরের দশক থেকে বরিশালে বাংলাদেশ কৃষক ফেডারেশনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে রসুলপুর খাস চরে ১৯৯৬ সালে ভূমিহীনদের দখল-অবস্থান একটি উল্লেখযোগ্য সাফল্য।

আরও পড়ুন: সংবাদের ভিন্ন মতামত
কমরেড আলম আরও বলেন, ভূমিহীনরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে তাদের অবস্থান ধরে রেখেছে। তবে, একটি স্বার্থানেষী মহল তাদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি বিশেষ করে হারুন ভাণ্ডারীর নাম উল্লেখ করেন, যিনি ২০১২ সালে কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটি কর্তৃক বহিষ্কৃত হন। হারুন ভাণ্ডারী খাসজমি দেওয়ার নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
ডা. সামসুন্নাহার ডলি তাঁর বক্তব্যে বলেন, খাসজমির আন্দোলনে কিষাণীরা সব সময় অগ্রসর ও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও কিষাণীরা দায়িত্বশীল ভূমিকা রাখবে। তিনি বরিশাল জেলার সভানেত্রী রুনা লায়লা সোনালীর বিরুদ্ধে সদর থানায় দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান।
জায়েদ ইকবাল খান বলেন, কোন গোষ্ঠী বিশেষ চক্রান্ত করে কৃষক ও ভূমিহীন জনগণের লড়াই সংগ্রাম ব্যাহত করতে পারবে না। তিনি বরিশালের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, যুবলীগের সদস্য নয় বলেও উল্লেখ করেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মানুষের স্বার্থে আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বরিশালে এমন নিয়মতান্ত্রিক আন্দোলন করা হবে যে আন্দোলনের তোড়ে সকল অপশক্তি বঙ্গোপসাগরে ভেসে যাবে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য ঐকান্তিক দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ