বুধবার, ১৫ই জানুয়ারী, ২০২৫ ইং
১০:৪১ এম
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন চলছে। বুধবার (১৫ জানুয়ারি) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ ৬৪ কোটি টাকাকে ছাড়িয়েছে।
এই দিন, লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ দশমিক ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ১৬৮ দশমিক ০০৪ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসইএস সূচক ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬২ দশমিক ৬৫ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া, ডিএস-৩০ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯০৭ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবারের লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২০২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৬২টির দাম কমেছে এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর প্রধান সূচক সিএএসপিআই ০.৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৮৫ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৮৩৭ দশমিক ৯৯ পয়েন্টে পৌঁছেছে।
এছাড়া, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট এবং সিএসআই সূচক ০.৮৭ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ১০২ দশমিক ৯০ পয়েন্ট ও ৯৩৩ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫৩ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে।
এই সময়ে সিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৯৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার হয়েছে। লেনদেন হওয়া ৪৫টি কোম্পানির মধ্যে ২৮টির শেয়ারের দাম বেড়েছে, ১১টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
এই তথ্যগুলো দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে, যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম কাস্টমস হাউস অবশেষে ১০০টি গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে, যা বিপুল রাজস্ব আদায়ের সম্ভাবনা তৈরি করেছে। এই নিলামে অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন সময়ে সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১টি ল্যান্ড ক্রুজার। ইতোমধ্যে এসব গাড়ির ইনভেন্টরি সম্পন্ন হয়েছে এবং কাস্টমস ইতিহাসের সবচেয়ে বড় গাড়ি নিলাম থেকে অন্তত ৪০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের কার শেডসহ বিভিন্ন পয়েন্টে ৯০০টিরও বেশি আমদানি করা গাড়ি রয়েছে। এসব গাড়ি নানা জটিলতার কারণে আমদানিকারক ছাড় করছেন না। মামলার কারণে গাড়িগুলো নিলামে তোলা সম্ভব হচ্ছিল না, যার ফলে বন্দরের শেডগুলোতে গাড়ির জট সৃষ্টি হচ্ছিল। চট্টগ্রাম কাস্টমস হাউস কঠোরতার সঙ্গে নিলাম প্রক্রিয়া শুরু করার পর ৩১টি গাড়ি জরিমানা দিয়ে আমদানিকারক ছাড় করিয়ে নিয়েছেন।
নিলামে তোলা ৩১টি ল্যান্ড ক্রুজারের জন্য ৬০ শতাংশ হিসেবে ৯ কোটি ৫০ লাখ টাকা রিজার্ভ ভ্যালু নির্ধারণ করা হয়েছে। এতে ২৫ শতাংশ ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে, ফলে এই ৩১টি গাড়ি থেকেই রাজস্ব আদায় হবে অন্তত ২২১ কোটি টাকা।
এছাড়াও, নিলামে আরও ৫টি হ্যারিয়ার, ১৩টি হাবাল, ৩টি করে স্কয়ার, প্রিমিও এবং নোয়া গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে। এক একটি র্যাভ-ফোর এবং ওসাকা ব্র্যান্ডের গাড়িও নিলামে তোলা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন জানিয়েছেন, "আশা করা যাচ্ছে এসব গাড়ি বিক্রি করে ১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করা যাবে। তবে এটি পুরোটাই বিডারদের ওপর নির্ভর করছে। তারা যত বেশি দাম হাঁকাবে, ততই বাড়বে রাজস্বের পরিমাণ।"
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, "গাড়িগুলোর ডিউটি ট্যাক্স অনেক বেশি। তারল্য সংকট ও বাজারে চাহিদা কম থাকায় অনেকেই এত টাকা দিয়ে গাড়িগুলো ছাড় করাতে আগ্রহী নয়। তবে নিলামে যাওয়ার হাত থেকে বাঁচাতে কেউ কেউ বাধ্য হয়ে গাড়ি ছাড় করিয়েছেন।"
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে অনুমোদন পাওয়ার পর নিলামে তোলা ১০০টি গাড়ির ইনভেন্ট্রি শেষ করার পর অন্তত ৫০টির ভ্যালু নির্ধারণ করা হয়েছে। তবে বন্দরের খোলা শেডে পড়ে থাকা ৩০০ গাড়ি ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। এই গাড়িগুলো নিলামের সিদ্ধান্ত না হওয়ায় দেখা দিয়েছে জটিলতা।
চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী মন্তব্য করেন, "বন্দরের অভ্যন্তরের যেসব গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। এতে বাড়বে রাজস্ব আহরণ।"
এদিকে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়ে থাকা ৩০টি সিমেন্ট মিক্সার মেশিন এবং ১০টি ডাম্পট্রাকও নিলামে বিক্রি করবে কাস্টম হাউজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মক্কা ও মদিনার পবিত্র মসজিদে হাজিদের জন্য অত্যন্ত পরিচিত গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তার জীবনকে আল্লাহর ঘরে আগত মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তার ইন্তেকাল ঘটে। তার মৃত্যুতে হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে। শেখ আল-দাব্বাগ হাজিদের ও ইবাদতকারীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এবং নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন।
শেখ আল-দাব্বাগ পবিত্র মসজিদে হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ, সাঈ এবং অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন। কাবার চারপাশের তাওয়াফ এলাকার মধ্যে কিংবা সাফা-মারওয়ার পথে, তার উপস্থিতি ছিল শান্তির প্রতীক। তিনি হাজিদের ইহরামের সঠিক অবস্থান নিশ্চিত করতে, হজ ও ওমরাহ পালনের আদবসমূহ শেখাতে এবং সুন্নাহর অনুসরণে ইবাদত সম্পাদনে উৎসাহিত করতেন।
তার অনেক প্রস্তাব হারাম শরিফ কর্তৃপক্ষ গ্রহণ করেছে, যেমন হারামের প্রবেশপথে জুতা রাখার জন্য ব্যাগের ব্যবস্থা। শেখ আল-দাব্বাগ ছিলেন বিনয়, উদারতা এবং ধর্মপরায়ণতার মূর্ত প্রতীক। তার সাদা-সিধে জীবনযাপন এবং আল্লাহর ইবাদতে গভীর মনোযোগ তাকে ‘জাহেদ শেখ’ নামে পরিচিত করেছিল। জ্ঞান ও প্রজ্ঞার পাশাপাশি, তিনি তার অহংকারহীন জীবনযাত্রার জন্য অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন।
শেখ মোস্তফা আল-দাব্বাগের মৃত্যুতে বৃহত্তর মুসলিম উম্মাহ গভীর শোকাহত। তার অনবদ্য সেবাগুলো ইসলামের প্রতি তার নিবেদিতপ্রাণতার উজ্জ্বল সাক্ষ্য। বিশ্বের শতাধিক দেশের লাখো মুসলিম তাকে চিনতেন এবং তার সঙ্গে তাদের হৃদ্যতার কথা জানতেন।
আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন এবং তার সৎকর্মগুলো কবুল করুন। আল্লাহ যেন তার ত্রুটিগুলো ক্ষমা করেন এবং মক্কা ও মদিনার হাজিদের সেবার জন্য তাকে উত্তম পুরস্কারে ভূষিত করেন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৩-এ সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল ইনজুরির কারণে আগেভাগেই টুর্নামেন্ট ত্যাগ করতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার, ১৪ জানুয়ারি, সিলেট ফ্র্যাঞ্চাইজিটি কর্নওয়ালের বিপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
রাহকিম কর্নওয়াল এবারের বিপিএলে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়েছিলেন। যদিও তিনি সময়মত টুর্নামেন্টে যোগদান করেছিলেন, তবে ইনজুরির কারণে তিনি বেশ কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি। প্রথম ম্যাচে অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও তাকে একাদশে রাখা হয়নি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে তিনি ব্যাট হাতে ১৮ রান সংগ্রহ করেন এবং বোলিংয়ে ১ উইকেট লাভ করেন। তবে ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাটিংয়ে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। খুলনার বিপক্ষে তার নিষ্প্রভ পারফরম্যান্সের পর তিনি একাদশ থেকে বাদ পড়েন।
সিলেটের ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে কর্নওয়াল বাংলাদেশকে বিদায় জানান। ভিডিওতে উল্লেখ করা হয়, 'ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।'
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের দলে উল্লেখযোগ্য কোনো বড় নাম নেই। পল স্টার্লিং, জর্জ মানসি এবং রিস টপলির মতো খেলোয়াড়রা থাকলেও কর্নওয়ালের বিদায় দলটির জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা সম্প্রতি দুটি ছাত্রাবাস এবং একটি গ্রন্থাগারের নাম পরিবর্তন করেছেন। তবে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ওই হলের নিবাসী শিক্ষার্থীদের একটি অংশ।
শিক্ষার্থীদের অভিযোগ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তনের প্রক্রিয়ায় তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। তারা জানান, ওই হলের শিক্ষার্থীরা তিনটি নাম প্রস্তাব করেছিলেন এবং নাম পরিবর্তনের বিষয়ে নিজেদের মধ্যে মতামত জরিপ করার চেষ্টা করলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। এর মধ্যেই একটি পক্ষ হঠাৎ করে নাম পরিবর্তন করে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেছেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো হলের নাম পরিবর্তন করা হয়নি। তবে শিক্ষার্থীরা দুটি ছাত্রাবাস এবং গ্রন্থাগারের নাম পরিবর্তন করে নতুন ব্যানার স্থাপন করেছেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়েছে, যা বিক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মনিরুল ইসলাম আরও বলেন, "আমরা শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য আশ্বস্ত করেছি এবং তাদের প্রস্তাবনাগুলি গ্রহণ করেছি। সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"
এদিকে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এর পর ২ ডিসেম্বর হলের নাম পরিবর্তন বিষয়ক একটি কমিটি গঠন করা হয়, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ