বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
০৭:১৪ পি.এম
মতলব দক্ষিণ উপজেলার চাঞ্চল্যকর অটোরিকশা চালক মহিন মিয়াজী (১৭) হত্যা মামলার প্রধান আসামি ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. সুজন (৩৪) গ্রেফতার হয়েছেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ এ বিষয়ে এক প্রেস রিলিজ প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সুজনকে গ্রেফতার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন এসআই জীবন চৌধুরী এবং তার সঙ্গীয় ফোর্স।
নিহত মহিনের বাড়ি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে অবস্থিত। পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে খাদেরগাঁও এলাকায় মহিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার মরদেহ একটি খালের পাড়ে ফেলে দেওয়া হয়। হত্যার পর দুর্বৃত্তরা মহিনের অটোরিকশার ৪টি ব্যাটারি নিয়ে যায়। পরবর্তীতে ১ ডিসেম্বর পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মহিনের বাবা মো. নাসির মিয়াজী বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ জানান, গত ৩ ডিসেম্বর মামলার আসামি মো. রাব্বি, মো. জসিম ও মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ গ্রেফতার হওয়া মো. সুজনসহ অন্যান্য আসামিদের আজ চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে খুলনা জেলার দুঃস্হ্য হেলথ প্রোগ্রাম সোসাইটির নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি, মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুঃস্হ্য হেলথ প্রোগ্রাম সোসাইটির চেয়ারম্যান এম এম আজিজুল হাকিম এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট আয়েশা সিদ্দিকা। নতুন গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম খান জনি, যিনি পূর্বে বটিয়াঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলী টুটুল, যিনি স্বেচ্ছাসেবক দলের দিঘলিয়া উপজেলা শাখার সদস্য সচিব।
উপদেষ্টা পরিষদে ১৩ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন সাইফুদ্দিন চেয়ারম্যান রূপসা, জাবেদ মল্লিক, মোঃ বাবুল চেয়ারম্যান কয়রা, এবং হাফিজ চেয়ারম্যান ডুমুরিয়া। মোট ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি অন্ধ প্রতিবন্ধী এবং অসহায় মানুষের সহায়তায় কাজ করবে।
চairman এম এম আজিজুল হাকিম বলেন, "আমাদের লক্ষ্য হলো অসহায় অসুস্থ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করা।" তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে সমাজের দুর্বল শ্রেণির মানুষের মাঝে সহায়তা পৌঁছাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায় সম্প্রতি প্রায় অর্ধশত শিক্ষার্থী, যারা এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন, তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করে চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মো. আনোয়ার হোসেন খান। সভাপতির দায়িত্ব পালন করেন উপদেষ্টা মাওলানা মোঃ সালাউদ্দিন চাঁদপুরী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার মুহম্মদ সাঈদ (বাকী)।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. জিয়াউল হক মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদী, গাজীপুর হরিপুর সিনিয়র ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ খান, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, এবং চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আওলাদ হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, মানব কল্যাণ সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে করোনা মহামারীকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান এবং অন্যান্য দুর্যোগকালীন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন যে, স্থানীয় প্রবাসীদের সহায়তায় সংগঠনটি মানবকল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে চান্দ্রা বাজার এলাকায় বিভিন্ন দুর্যোগের সময়ে সামাজিক কাজে অবদান রাখার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও, সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকার শতাধিক দুস্থ ও অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর তানোর উপজেলায় জমি লিখে না দেওয়ার কারণে এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত তিন পুত্র ও তাদের পুত্রবধূসহ আরও কিছু ব্যক্তি মিলে বৃদ্ধ বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তানোর উপজেলার রায়তান বড়শো গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। আহত বৃদ্ধ কুরমান আলী (৮০) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৭০)। অভিযোগ রয়েছে যে, জমি লিখে না দেওয়ার কারণে তাদের তিন পুত্র—উম্মর আলী (৫০), আনারুল ইসলাম (৪৫) ও জামিরুল ইসলাম (৩৭)—এবং জামিরুলের স্ত্রী মাহাফুজা বেগম (৩৫) মিলে তাদের ওপর নির্যাতন করে আসছিলেন।
বুধবার দুপুর ২টার দিকে জামিরুল ইসলাম ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ জানালে তারা মারধর শুরু করেন এবং বৃদ্ধ দম্পতিকে আহত অবস্থায় বাড়িতে আটকে রাখেন। পরে রাত ৯টার দিকে তানোর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পরই তারা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় তিন পুত্র ও পুত্রবধূসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইমামপুর ও ভবেরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ্ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন।
আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ এর নির্দেশ মোতাবেক আজকে গজারিয়া উপজেলার দুটি ইউনিয়নে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে বাকি ছয়টি ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।"
এ সময় গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "বিএনপি নেতা মুজিবুর রহমান সব সময় আমাদের পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন উৎসবে তিনি মানুষকে সাহায্য-সহযোগিতা করেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ