০৫:১৮ এম
নীরব রাতে ঝরে শিশির,
চাঁদ ঢেকে যায় মেঘের ভিড়।
নিস্তব্ধতা জাগায় সুর,
শীতের রাতের নরম ঠোঁট।
কুয়াশার চাদরে মোড়া পথ,
গাছের পাতায় জমে স্বপ্নের ফোঁট।
জোনাকির আলোয় ভাসে প্রাণ,
শীতের রাত, তুমি অম্লান।
আঁচলের কোণে উষ্ণ হাত,
জমাট বাঁধা স্মৃতির রাত।
আগুন পোহায় হিমেল বাতাস,
জেগে থাকে শীতের আভাস।

আরও পড়ুন: স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা আমাদের জন্য দুঃখজনক: ফারুকী
রাত পেরিয়ে আসে ভোর,
শীতের কবিতা, হৃদয় ভর।
প্রকৃতি খেলে সাদা মেঘে,
শীতের রাত, তুমি সুখের বেগ।
লেখক, সাংবাদিক ছাদিয়া খানোম নিশাত
তালাশ বিডি/মিডিয়া লিঃ