ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে শাওয়াল, ১৪৪৬হিজরী
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ইং ১০ই বৈশাখ, ১৪৩২বাং

পত্রিকার আবেদন হ্রাস পাচ্ছে, মোবাইলে খবর পড়ছেন ৫৯ শতাংশ মানুষ


পত্রিকার আবেদন হ্রাস পাচ্ছে, মোবাইলে খবর পড়ছেন ৫৯ শতাংশ মানুষ

বর্তমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে ছাপা পত্রিকার আবেদন ক্রমশ কমে যাচ্ছে। সকালের প্রথম চায়ে চুমুক দিতে দিতে পত্রিকার পাতা খুলে বসার দৃশ্য এখন খুবই বিরল হয়ে পড়েছে। বর্তমানে ছেলে-বুড়ো সবার হাতে স্মার্টফোন রয়েছে; স্ক্রিন অন করলেই মুহূর্তের মধ্যে খবরের আপডেট পাওয়া যাচ্ছে। এর ফলে, পত্রিকার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং মোবাইল ফোনে অনলাইন সংবাদ পড়ার প্রবণতা বাড়ছে।

সম্প্রতি, জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে একটি জরিপ পরিচালিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত এই জরিপে দেখা গেছে, দেশের ৫৯ শতাংশ মানুষ মোবাইল ফোনে অনলাইন সংস্করণে খবর পড়েন।

অন্যদিকে, জরিপে অংশগ্রহণকারী ৭৩ শতাংশ মানুষ জানিয়েছেন যে, তারা ছাপা পত্রিকা পড়েন না। এর মধ্যে ৪৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না। টেলিভিশনের ক্ষেত্রে এই হার ৫৩ শতাংশের বেশি। তবে, ৬৫ শতাংশ মানুষ জানিয়েছেন যে, তারা টেলিভিশন দেখেন।

আরও পড়ুন: শিক্ষা উপদেষ্টার আশ্বাস মানেনি কুয়েট শিক্ষার্থীরা, অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অটল

জরিপটি ১ থেকে ৭ জানুয়ারি ২০২৫ সালের মধ্যে দেশের ৬৪ জেলায় ৪৫ হাজার খানা (হাউসহোল্ড) থেকে ১০ বছরের বেশি বয়সীদের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে পরিচালিত হয়েছে। এই জরিপের মাধ্যমে গণমাধ্যমের বিস্তার, মানুষের সংবাদ গ্রহণের অভ্যাসের পরিবর্তন, গণমাধ্যমের ওপর মানুষের আস্থা, এবং গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে।

জরিপের ফলাফল অনুযায়ী, ৫৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে, তারা মুদ্রিত খবরের কাগজ না পড়লেও মোবাইল ফোনে অনলাইন সংস্করণ দেখেন। কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবে পত্রিকার অনলাইন সংস্করণ দেখেন বলে জানিয়েছেন মাত্র আড়াই শতাংশ উত্তরদাতা।

সামগ্রিকভাবে ৮৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে, তারা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য মোবাইল ফোন ব্যবহার করেন। তবে, কম্পিউটার ব্যবহারের হার মাত্র ৭ শতাংশ।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে খবরের জন্য ৩১ শতাংশ উত্তরদাতার আস্থা রয়েছে ফেসবুকে, এবং ইউটিউবে আস্থা রাখার কথা জানিয়েছেন ১৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা।

আরও পড়ুন: সিনহা হত্যা মামলা: ডেথ রেফারেন্স ও দুই আসামির আপিলের শুনানি শুরু হলো

জরিপে উল্লেখ করা হয়েছে যে, কোনো কিছু শেখা বা জ্ঞানার্জনের জন্য প্রচলিত গণমাধ্যমের চেয়ে শিক্ষকের ওপরই ভরসা বেশি। এ ক্ষেত্রে ৪২ শতাংশ উত্তরদাতার কাছে শিক্ষকেরাই সর্বাধিক বিশ্বাসযোগ্য।

সামগ্রিকভাবে, জরিপের ফলাফল নির্দেশ করে যে, মানুষ গণমাধ্যমের ওপর আস্থা হারাননি। তবে, রাজনৈতিক, সরকারি ও প্রভাবশালীদের হস্তক্ষেপ বস্তুনিষ্ঠ খবর প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় দুর্যোগ বা সংকটে তথ্য খোঁজার জন্য মানুষ এখনও টেলিভিশনের পর্দায় চোখ রাখেন। তবে, তথ্য সংগ্রহের ক্ষেত্রে রেডিওর প্রাসঙ্গিকতা একদম তলানিতে। ৯৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে, তারা রেডিও শোনেন না। তাদের মধ্যে ৫৪ শতাংশ বলেছেন, তারা রেডিও শোনার প্রয়োজন মনে করেন না। অন্যদিকে, প্রায় ৩৫ শতাংশ অংশগ্রহণকারী রেডিও সেটের অপ্রাপ্যতার কথা উল্লেখ করেছেন।

জরিপে গণমাধ্যমকে স্বাধীন, পক্ষপাতহীন, সরকারি ও রাজনৈতিক প্রভাবমুক্ত দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন: গাজায় বন্ধ পোলিও টিকা কর্মসূচি, বিপদে ছয় লাখ শিশু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে’: পপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং

০৪:০৮ পি.এম


আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে’: পপি

বাংলাদেশের চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, সাদিকা পারভীন পপি, সম্প্রতি একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দীর্ঘ সময় ধরে শোবিজের আড়ালে থাকা এই নায়িকা হঠাৎ করে সামনে এসে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিরুদ্ধে মুখ খুলেছেন।

পপি, যিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, বেশ কিছুদিন ধরে গণমাধ্যমের আলোচনার বাইরে ছিলেন। তার গোপন সংসার এবং সন্তান জন্মের খবর প্রকাশিত হওয়ার পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়। পপি বর্তমানে একটি সংসারী জীবন যাপন করছেন এবং শোবিজের সঙ্গে তার যোগাযোগ নেই।

এদিকে, পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তার বোন ফিরোজা পারভীন খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে বলা হয়েছে, পপির স্বামী আদনান উদ্দিন কামাল এবং অন্যরা পৈতৃক জমি দখল করতে এসে ফিরোজা ও তার পরিবারের সদস্যদের হুমকি দেন।

পপির মা মরিয়ম বেগম এ বিষয়ে বলেন, "আমার মেয়ে আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পর থেকে তার স্বামীর প্ররোচনায় আমাদের প্রতি নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।" তিনি অভিযোগ করেন যে পপি তার বাবার জমি দখল করার চেষ্টা করছেন।

পপি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, "আমি পপি। দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু এখন আমি একজন ব্যর্থ মানুষ হিসেবে কথা বলছি।" তিনি আরও জানান, তিনি তার পরিবারকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু এখন তারা তাকে অযোগ্য বলে মনে করছেন।

পপি বলেন, "দুই দিন ধরে দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে। মিডিয়ার কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়েছি, কিন্তু আমার পরিবার মিথ্যা অভিযোগের মাধ্যমে আমাকে ভুলভাবে উপস্থাপন করেছে।"

তিনি অভিযোগ করেন, "আমার মা, ভাই এবং বোন জড়িত ছিল। আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে।" তিনি আরও বলেন, "পৃথিবীতে সব মা-ই মা নয়। দুর্ভাগ্যবশত, আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি।"

পপি তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "আমি যে আয় করেছি, তারা সব নিয়ে নিয়েছে। আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে।" তিনি জানান, ২০০৭ সালে তিনি জানতে পারেন যে তার নামে কিছুই নেই এবং তখন চলচ্চিত্রের মুরুব্বীরা তার জন্য বিষয়টি সমাধান করেন।

পপি ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’, যা বিপুল ব্যবসা করে এবং তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরভিত্তিক দুর্যোগে প্রস্তুতি ও জরুরি সাড়াপ্রদানে রেড ক্রিসেন্টের সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং

০৪:১০ পি.এম


নগরভিত্তিক দুর্যোগে প্রস্তুতি ও জরুরি সাড়াপ্রদানে রেড ক্রিসেন্টের সেমিনার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) উদ্যোগে ‘নগরভিত্তিক দুর্যোগ প্রস্তুতি, প্রতিক্রিয়া ও সহনশীলতার মূলধারাকরণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো আয়োজিত আরবান সেমিনার ২০২৫ শহরকেন্দ্রিক দুর্যোগ যেমন ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এবং তাপদাহের ঝুঁকি হ্রাস এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অংশীদারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা শক্তিশালী করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

সেমিনারে আলোচনা করা হয় তীব্র তাপদাহে আগাম সতর্কতা, নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা, নগরস্বাস্থ্য, নগর জীবিকায়ন, এবং নগরভিত্তিক দুর্যোগে প্রস্তুতি ও জরুরি সাড়াপ্রদানের বিভিন্ন দিক নিয়ে। আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং অন্যান্য অংশীদারদের সহায়তায় নগর উন্নয়ন কার্যক্রমের উপর একটি নিউজ লেটার প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সেমিনারটি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরসিএস-এর চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, এনডিসি, পিএসসি (অব.)। তিনি সেমিনারে বক্তব্য রাখার সময় উল্লেখ করেন, "সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোতে সংঘটিত অগ্নিকাণ্ড, ভূমিকম্প, এবং তীব্র তাপদাহের প্রেক্ষাপটে নগরভিত্তিক দুর্যোগ প্রস্তুতি এবং ঝুঁকিহ্রাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার সময় এসেছে।"

তিনি আরও বলেন, "১ম আরবান সেমিনার ২০২৫-এর মাধ্যমে বিডিআরসিএস নগরভিত্তিক দুর্যোগ প্রস্তুতি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।" সেমিনার থেকে প্রাপ্ত মতামত ও নির্দেশনাগুলো রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের আসন্ন ৩৫তম আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বিশ্ব ফোরামে নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে বৈশ্বিক অগ্রাধিকারের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। বিশেষজ্ঞ পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ, বিডিআরসিএস-এর মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি, উপ-মহাসচিব সুলতান আহমেদ, জার্মান রেড ক্রসের বাংলাদেশ প্রধান গৌরব রে, সুইস রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পল ড্রোজো এবং আইএফআরসি’র সিনিয়র ম্যানেজার মালিহা ফেরদৌস।

বক্তারা সেমিনারে উল্লেখ করেন, বাংলাদেশের শহরগুলো দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমানভাবে দুর্যোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিডিআরসিএস, রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সদস্য রাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সহযোগিতায় নগরভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই প্রচেষ্টার অংশ হিসেবে বিডিআরসিএস একটি আরবান ডেস্ক প্রতিষ্ঠা এবং আরবান স্টিয়ারিং ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে, যা শহরভিত্তিক দুর্যোগের ঝুঁকি নিরসনে গৃহীত উদ্যোগগুলো পরিচালনার জন্য কাজ করছে। ১ম আরবান সেমিনার ২০২৫-এ আরো উপস্থিত ছিলেন বিডিআরসিএস-এর বিভিন্ন বিভাগের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেমিনার আয়োজনে সহায়তা করেছে সুইস রেড ক্রস, জার্মান রেড ক্রস, ব্রিটিশ রেড ক্রস ও আমেরিকান রেড ক্রস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মন্ত্রী উ শৈ সিং ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং

০৪:১২ পি.এম


সাবেক মন্ত্রী উ শৈ সিং ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, তার স্ত্রী মে হ্লা প্রু এবং তাদের সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, তারিখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই নিষেধাজ্ঞা প্রদান করেন।

দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য আবেদন করেন। আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে দুদক আদালতকে জানায় যে, অভিযোগ সংশ্লিষ্ট উ শৈ সিং এবং তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। সুতরাং, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান থেকে মোংলা বন্দরে পৌঁছাল ৫ হাজার টন চিটাগুড়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং

০৪:১৬ পি.এম


পাকিস্তান থেকে মোংলা বন্দরে পৌঁছাল ৫ হাজার টন চিটাগুড়

বাংলাদেশের মোংলা বন্দরে পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, পানামা পতাকাবাহী জাহাজ এম.টি ডলফিন-১৯ মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে ৫,৫০০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে এসেছে।

এদিন দুপুর থেকে উক্ত জাহাজ থেকে চিটাগুড় খালাসের কার্যক্রম শুরু হয়েছে। খালাস হওয়া চিটাগুড় মোংলা থেকে সড়ক ও নৌপথের মাধ্যমে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে পরিবহন করা হবে। সেখান থেকে এটি দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

পাকিস্তান থেকে চিটাগুড়ের এই প্রথম আমদানির ফলে মোংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজের ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক এবং শিপিং এজেন্টের প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ৭ মিটার ড্রাফটের এই জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে শাওয়াল, ১৪৪৬হিঃ
ফজর ০৪:১১
জোহর ১১:৫৮
আসর ০৪:৩১
মাগরিব ০৬:২৩
ইশা ০৭:৩৮
সূর্যোদয় : ০৫:৩১ সূর্যাস্ত : ০৬:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%