ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে শাওয়াল, ১৪৪৬হিজরী
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ইং ১০ই বৈশাখ, ১৪৩২বাং

করোনাকালে স্বাস্থ্যখাতে ব্যাপক জালিয়াতি দুদক গঠন করল তদন্ত কমিটি


করোনাকালে স্বাস্থ্যখাতে ব্যাপক জালিয়াতি দুদক গঠন করল তদন্ত কমিটি

করোনাকালে স্বাস্থ্য খাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এই সিদ্ধান্তটি সময় টেলিভিশনে সংবাদ প্রকাশের পর গৃহীত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করা হয়। সম্প্রতি বিশ্ব ব্যাংক করোনাকালে স্বাস্থ্য খাতে কেনাকাটায় অনিয়মের একটি তদন্ত প্রতিবেদন দুদকের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় তারা দুদকের কাছে অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে করোনাকালে চিকিৎসা সেবা পেতে জনগণের হিমশিম অবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা স্পষ্ট হয়ে ওঠে। সেই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে হাসপাতালগুলোতে অনিয়ম ও দুর্নীতির ছায়া ছিল। আন্তর্জাতিক সংস্থার একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিলে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলায় ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি করে। এ ছাড়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া যায়।

আরও পড়ুন: ঢাবির হাকিম-মিলন চত্বরে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

তবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জামাদি, সচেতনতামূলক বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণের জন্য ঠিকাদারি কাজ দেয়ার সময় তৎকালীন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে নানা অনিয়ম করেছেন। কাজ পাওয়া ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।

অধ্যাপক ডা. ইকবাল কবির বলেন, ‘আমি তো তখন থেকেই ওএসডি হয়ে আছি। তাই ওইসব বিষয়ে কথা বলার মতো মুডে আমি নেই।’

তথ্য অনুযায়ী, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান জাদিদ অটোমোবাইল মাস্ক ও পিপিই সরবরাহের কাজ পেয়েছিল, কিন্তু তারা নিম্নমানের সরঞ্জামাদি সরবরাহ করেছে। একইভাবে পিডির স্ত্রীর কোম্পানিকে ২৯ হাজার ৫০০ ডলার দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া কাজ শেষ হওয়ার আগেই অতিরিক্ত অর্থ পরিশোধ এবং পিডির পরিচিত প্রতিষ্ঠানকে কাজ দেয়ার মতো নানা অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের নির্দোষ দাবি করেছে, তবে কিছু প্রতিষ্ঠানের পূর্বের ঠিকানায় হদিস মেলেনি।

এ পরিস্থিতিতে তদন্ত প্রতিবেদনকে আমলে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে দুদককে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। তিনি বলেন, ‘এই তথ্যগুলোকে এখনই আমলে নিয়ে তদন্ত শুরু না করলে বিদেশি সাহায্যগুলো বন্ধ হয়ে যাবে।’

আরও পড়ুন: কাশ্মীর হামলার পর সৌদি সফর শেষে দেশে ফিরেই বিমানবন্দরে জরুরি বৈঠকে মোদি

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের নয়, বরং তৎকালীন মন্ত্রীসহ অন্যদেরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আন্দোলন বিষয়ক কমিটির সভাপতি মাহবুব-ই-রশীদ বলেন, ‘সব কিছুরই মন্ত্রণালয়ের সঙ্গে সংযোগ রয়েছে। সেখানে হয়ত তাদের অদক্ষতা অথবা ইচ্ছাকৃতভাবে জিনিসটা করা হয়নি। পিডিকে দায়ী করা হচ্ছে, কিন্তু পিডি তো সরকারের অংশ। পিডির উপরেও তো লোক আছে।’

করোনাকালে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল, যদিও পরবর্তীকালে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ্যাড. ফারজানা শারমিন পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং

০৫:২২ পি.এম


এ্যাড. ফারজানা শারমিন পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে নতুন করে আসীন হয়েছেন এ্যাড. ফারজানা শারমিন পুতুল। তিনি নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী বিএনপি'র জনপ্রিয় নেতা প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা। এই উপলক্ষে বিএনপির পক্ষ থেকে উপজেলার লালপুর, ঈশ্বরদী, বিলমাড়ীয়া, ওয়ালিয়া সহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এর কন্যা এ্যাড. ফারজানা শারমিন পুতুলকে নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ্যাড. ফারজানা শারমিন পুতুলকে বিষয়টি জানানো হয়েছে। পত্রে উল্লেখ করা হয়েছে যে, দলকে শক্তিশালী ও গতিশীল করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে দল আশা করে।

এ্যাড. ফারজানা শারমিন পুতুল দীর্ঘ সময় ধরে বিএনপি সহ বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দায়িত্বগুলো হলো- সদস্য - মিডিয়া সেল বিএনপি, সদস্য - স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি, সদস্য - দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, এবং সদস্য - মানবাধিকার কমিটি বিএনপি।

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর নেতৃত্বে সোমবার রাত ৮টায় লালপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ নাটোর জেলা ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই সাথে ফারজানা শারমিন পুতুলকে লালপুর-বাগাতিপাড়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

গত ২ ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত সেই কমিটিতে আহ্বায়ক করা হয় সাবেক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজকে এবং নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ক্ষমতার লোভে নয় দেশের মানুষের জন্য রাজনীতি করছে: আব্দুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং

০৫:২৩ পি.এম


বিএনপি ক্ষমতার লোভে নয় দেশের মানুষের জন্য রাজনীতি করছে: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সম্প্রতি একটি কর্মীসভায় বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে না, বরং দেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। তিনি বলেন, "জনগণের ভোটে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।"

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা এবং কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুস সালাম বলেন, "যদি বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করত, তাহলে ৫ আগস্টের পর সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানো হতো।"

তিনি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেন, "আওয়ামী লীগ কি আবার বাকশাল প্রতিষ্ঠা করতে চায়? তারা কি মায়ের বুক খালি করতে চায়? দেশের শিল্প কারখানায় বাংলাদেশের জনগণকে চাকরি না দিয়ে ভারতের নাগরিকদের চাকরি দিতে চায়? তারা কি বাংলাদেশের মুখ্য হতে আসতে চায়? এটা বাংলাদেশের মানুষ চায় না।"

এছাড়াও, কর্মীসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সভার উদ্বোধন করেন। সভায় স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং

০৫:২৫ পি.এম


এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সার্বিকভাবে শিক্ষা কার্যক্রম সচল রাখা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংশোধিত শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে। সংশোধিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনি পরীক্ষা আগামী ২৪ জুনের পরিবর্তে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এছাড়া, নির্বাচনি পরীক্ষা, যা পূর্বে ১৬ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, তা এখন ২৭ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

সরকারি মাধ্যমিক শাখার উপসচিব রহিমা আক্তার গণমাধ্যমকে জানান, এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ছুটির তালিকা ও বর্ষপঞ্জি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই সিদ্ধান্তটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রস্তাবের ভিত্তিতে নেওয়া হয়েছে, যা শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে।

এর আগে, গত ২৩ ডিসেম্বর প্রকাশিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, প্রাক-নির্বাচনি পরীক্ষা ১ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ফলাফল ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে।

অন্যদিকে, পুরানো সূচি অনুযায়ী ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংশোধিত সূচি অনুযায়ী, এই পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ফলাফল ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে।

এছাড়া, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং

০৫:২৬ পি.এম


কুষ্টিয়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়ায় অবৈধ স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে মুকুল সংঘ বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকরাও। তারা অবৈধ যানবাহন বন্ধের দাবি জানান। নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া শাখার আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে অবৈধ যানবাহন বন্ধের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

নিসচার কুষ্টিয়া শাখার সভাপতি কে এম জাহিদ বলেন, "অবৈধ যানবাহনের কারণে সড়কে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল চলছে। অবৈধ অস্ত্র যেমন নিষিদ্ধ, তেমনি প্রাণঘাতী এসব যানবাহনও নিষিদ্ধ করা জরুরি।" তিনি অভিযোগ করেন যে, কুষ্টিয়া শহরে অবাধে বালুভর্তি ডাম্প ট্রাক এবং শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি চলাচল করছে, যা স্কুলগামী শিশুদের জীবনকে সংকটের মুখে ফেলছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী মুকুল সংঘের শিক্ষার্থী উর্মিলা মুক্তি বলেন, "সড়কে চলাচল করতে খুব ভয় হয়। ট্রলি ও বালুর গাড়ি বেপরোয়াভাবে চলে। রাস্তা পার হতে প্রায়ই বড়দের সাহায্য নিতে হয়। এতে অনেক সময় স্কুলেও দেরি হয়।"

নিসচার সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু বলেন, "হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও ট্রলি অবাধে চলাচল করছে। শহর জুড়ে বালির ট্রাক দাপিয়ে বেড়াচ্ছে। এভাবে একটি শহর চলতে পারে না।"

এর আগে, রোববার স্কুল গেটে ট্রলির ধাক্কায় শহরের প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম নিহত হন। পরদিন সোমবার, দৌলতপুরে বাবার খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে ট্রলির চাপায় আশিক নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা যান।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল জানান, "এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর অভিযান শুরু হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে শাওয়াল, ১৪৪৬হিঃ
ফজর ০৪:১১
জোহর ১১:৫৮
আসর ০৪:৩১
মাগরিব ০৬:২৩
ইশা ০৭:৩৮
সূর্যোদয় : ০৫:৩১ সূর্যাস্ত : ০৬:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%